চীনে করোনাভাইরাসে আক্রান্তের প্রকৃত সংখ্যা চারগুণ বেশি: গবেষণায় তথ্য
নতুন এক গবেষণায় বলা হয়েছে চীনে করোনাভাইরাসে যত লোক আক্রান্ত হয়েছে বলে সরকার স্বীকার করেছে, প্রকৃত সংখ্যা তার চেয়ে চারগুণ বেশি হতে পারে।
হংকং বিশ্ববিদ্যালয়ের স্কুল অব পাবলিক হেলথের গবেষকরা বলছেন, গত ২০ ফেব্রুয়ারি পর্যন্ত চীনে ৫৫ হাজার ৫০০ জন করোনায় আক্রান্ত হয়েছেন বলে জানায় কর্তৃপক্ষ। তবে তাদের গবেষণায় দেখা গেছে, তখন পর্যন্ত ২ লাখ ৩২ হাজার মানুষ আক্রান্ত হন।
বিশ্বখ্যাত ল্যানসেটে গবেষণা নিবন্ধটি প্রকাশিত হয়েছে। চীনে এখন পর্যন্ত সরকারি হিসাবে আক্রান্তের সংখ্যা ৮৩ হাজারের কিছু বেশি। এমন সময় গবেষণাটি প্রকাশিত হলো, যখন করোনা সংকটের তীব্রতা আড়াল করার অভিযোগে পাশ্চাত্যে চীনের কড়া সমালোচনা হচ্ছে, এমনকি এ নিয়ে তদন্তের দাবিও উঠেছে।
চীনের লুকোচুরির কথা বিশ্বাসযোগ্যতা পাচ্ছে এ কারণেও যে, দেশটি ১৫ জানুয়ারি থেকে ৩ মার্চ সময়কালে করোনার সংজ্ঞা সাতবার পরিবর্তন করেছে। এতে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা নির্ধারণ নিয়ে জটিলতা তৈরি হয়েছে। সর্বশেষ সপ্তাহখানেক আগে চীন স্বীকার করেছে, করোনায় সবচেয়ে দুর্গত উহানে মৃত্যুর সংখ্যা ৫০ ভাগ বেশি ছিল।
গবেষণায় প্রথম পাঁচবার কভিড-১৯ রোগের সংজ্ঞা পরিবর্তনের প্রভাব নিয়ে খতিয়ে দেখা হয়েছে। এর ভিত্তিতে গবেষকরা বলেছেন, ২০ ফেব্রুয়ারি পর্যন্ত চীনে আক্রান্তের সংখ্যা ছিল ২ লাখ ৩২ হাজার। তবে এই সংখ্যা আরও বাড়বে যদি মৃদু সংক্রমণ ও উপসর্গহীন রোগীদের হিসাবে অন্তর্ভুক্ত করা হয়।
চীনের জাতীয় স্বাস্থ্য কমিশন কয়েকবার আক্রান্ত ও মৃত্যুর পরিসংখ্যানে পরিবর্তন এনেছে। উহানে সর্বশেষ মৃত্যুর সংখ্যা ১২৯০ জন বাড়ানোর আগে গত ফেব্রুয়ারিতে হুবেইতে প্রাণহানি কমানো হয়েছিল। ১০৮ মরদেহ দু’বার গণনা করা হয়েছে দাবি করে তখন তা সংশোধন করেছে কর্তৃপক্ষ।◉
দ্য গার্ডিয়ান