ছোট ছেলে ব্যারনকে রাজনীতিতে আনছেন ট্রাম্প
সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ছোট ছেলে ব্যারন ট্রাম্প রাজনীতিতে আসছেন। ১৮ বছর বয়সী ব্যারন ট্রাম্প হাইস্কুল শিক্ষার্থী। আগামী জুলাই মাসে ফ্লোরিডায় রিপাবলিকান দলের সম্মেলনে ব্যারনকে একজন প্রতিনিধি হয়েছে দেখা যাবে। এর মধ্য দিয়েই তার রাজনৈতিক অঙ্গনে যাত্রা শুরু হবে। খবর বিবিসির
রিপাবলিকান সম্মেলনে আগামী নভেম্বরে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের প্রতিদ্বন্দ্বী হিসেবে ডোনাল্ড ট্রাম্পের নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হবে। ওই অনুষ্ঠানে প্রতিটি অঙ্গরাজ্যের প্রতিনিধিরা তাদের প্রতিনিধির বিষয়ে মতামত দেবেন।
রিপাবলিকান দলের পক্ষ থেকে গত বুধবার বলা হয়েছে, এবারের দলটির সম্মেলনে ট্রাম্প পরিবার থেকে ডোনাল্ড ট্রাম্প ছাড়াও তার ছেলে এরিক, ব্যারন ও মেয়ে টিফানি উপস্থিত থাকবেন।
ফ্লোরিডার প্রতিনিধি হিসেবে অবশ্য এবারের সম্মেলনে ট্রাম্পের বড় মেয়ে ইভাঙ্কা ও তার স্বামী জ্যারেড কুশনার থাকছেন না।