জাতিসংঘের সামনে একুশে উদযাপন শীর্ষক আলােচনা সভা
আন্তর্জাতিক বলয়ে মহান একুশে পালনের ৩১ বছর পূর্তি উপলক্ষে ২৭শে ফেব্রুয়ারি (রবিবার) বিকেল চারটায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে ‘জাতিসংঘের সামনে একুশে উদযাপন’ শীর্ষক আলােচনা সভার আয়ােজন করা হয়েছে।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, শেকড়ের সন্ধানের আয়োজনে ও শাহ্ গ্রুপের সহযোগিতায় আলােচনা সভায় প্রধান অতিথি থাকবেন শিক্ষান্ত্রী ডা. দীপু মনি। বিশেষ থাকবেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ও নিউ ইয়র্কের সাবেক কনসাল জেনারেল এম শামসুল হক এবং আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটের মহাপরিচালক মো. বেলায়েত হােসেন।
অনুষ্ঠানে মূল প্রবন্ধ পাঠ করবেন জাতিসংঘের সামনে একুশে উদ্যাপন এবং নিউ ইয়র্ক বাংলা বইমেলার স্বপ্নদ্রষ্টা বিশ্বজিত সাহা।
অনুষ্ঠানে ২০২০ সালে নিউ ইয়র্ক স্টেট সিনেটে পাশকৃত আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের রেজুলেশনটি আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে সংরক্ষণের জন্য মাননীয় শিক্ষামন্ত্রীর কাছে হস্তান্তর করা হবে। অনুষ্ঠানে আপনার সবান্ধব উপস্থিতি একান্ত কাম্য।