জাপানে চলতি মৌসুমের প্রথম বার্ড ফ্লু সংক্রমণ, ৪০ হাজার পাখি হত্যার নির্দেশ
জাপানের দক্ষিণাঞ্চলীয় সাগা প্রদেশে চলতি মৌসুমের প্রথম বার্ড ফ্লু সংক্রমণ ধরা পড়েছে। স্থানীয় সরকার খামারে থাকা প্রায় ৪০ হাজার পাখিকে হত্যা করার নির্দেশ দিয়েছে।
শুক্রবার খামারে কিছু হাঁস-মুরগি মৃত অবস্থায় পাওয়া যায়। এরপর জিনগত পরীক্ষার মাধ্যমে এইচ৫ টাইপ বার্ড ফ্লু ভাইরাস শনাক্ত হয়।
এইচ৫ টাইপ বার্ড ফ্লু অত্যন্ত সংক্রামক। এটি মানুষের শরীরে ছড়িয়ে পড়তে পারে। তবে মানুষের মধ্যে এই ভাইরাসের সংক্রমণ খুব কম।
গত মৌসুমে জাপানে এক কোটি ৭৭ লাখ হাঁস-মুরগিকে বার্ড ফ্লু সংক্রমণের কারণে হত্যা করা হয়েছিল।