ট্রাম্প গ্রিনকার্ড প্রদান স্থগিতের নির্বাহী আদেশে স্বাক্ষর করলেন
যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সে দেশে স্থায়ী বসবাসের জন্য গ্রিনকার্ড দেওয়ার ক্ষেত্রে অস্থায়ী নিষেধাজ্ঞা আরোপের একটি নির্বাহী আদেশে সই করেছেন।
অর্থনৈতিক বিপর্যয়ের মধ্যে আমেরিকানদের কর্মসংস্থান সুরক্ষায় তিনি এমন সিদ্ধান্ত নিয়েছেন বলে জানান।
তবে সমালোচকদের অভিযোগ, নিজের দীর্ঘদিনের চাওয়া কঠোর অভিবাসন নীতি বাস্তবায়নে বৈশ্বিক মহামারী করোনাভাইরাসকে ঢাল হিসেবে ব্যবহার করছেন ট্রাম্প।
এর আগে ট্রাম্প বলেন, তার এই নতুন অভিবাসন নিষেধাজ্ঞা ৬০ দিন স্থায়ী হবে এবং তাদের ক্ষেত্রেই প্রযোজ্য হবে, যারা স্থায়ীভাবে বসবাসের জন্য গ্রিন কার্ডের আবেদন করেছেন।
করোনাভাইরাসের প্রভাবে বেকার হয়ে পড়া আমেরিকানরা যাতে ফের কাজে ফিরতে পারেন, তা নিশ্চিত করতেই এমন উদ্যোগ নেওয়া হয়েছে।
নির্বাহী আদেশের মাধ্যমে এই নিষেধাজ্ঞা কার্যকর করতে চাচ্ছেন যুক্তরাষ্ট্রের এই রিপাবলিকান প্রেসিডেন্ট। সেক্ষেত্রে বুধবারই তার এই আদেশে সই করার কথা ছিল।
যারা অস্থায়ী ভিত্তিতে যুক্তরাষ্ট্রে প্রবেশ করেছে, তাদের ক্ষেত্রে এই আইন কার্যকর করা হবে না বলেও মত দিলেন ট্রাম্প। বললেন, আর ৬০ দিন পেরিয়ে গেলে তা পুনর্মুল্যায়ন কিংবা নবায়ন করা হতে পারে।
দেশের অর্থনীতি সচল হওয়ার পর কর্মহীন মার্কিন নাগরিকরা যাতে কাজের ধারায় ফিরতে পারেন, সেই সুরক্ষা দেওয়ার কথা বলছেন তিনি।
হোয়াইট হাউসে সাংবাদিকদের ট্রাম্প জানান, ভাইরাসের কারণে যেসব আমেরিকান চাকরিচ্যুত কিংবা কর্মহীন হয়েছেন, তাদের জায়গায় শ্রমিক হিসেবে বিদেশ থেকে আসা নতুন অভিবাসীদের নেওয়া হবে, এটা অন্যায় ও ভুল। সবার আগে আমেরিকান শ্রমিকদের প্রতি যত্নশীল হতে হবে।◉
বিবিসি