Our Concern
Ruposhi Bangla
Hindusthan Surkhiyan
Radio Bangla FM
Third Eye Production
Anuswar Publication
Ruposhi Bangla Entertainment Limited
Shah Foundation
Street Children Foundation
March 5, 2025
হেডলাইন
Homeপ্রধান সংবাদট্রাম্পের নির্দেশে ৫৪০০ কর্মী ছাঁটাই করছে পেন্টাগন

ট্রাম্পের নির্দেশে ৫৪০০ কর্মী ছাঁটাই করছে পেন্টাগন

ট্রাম্পের নির্দেশে ৫৪০০ কর্মী ছাঁটাই করছে পেন্টাগন

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ফেডারেলকর্মী ছাঁটাইয়ের উদ্যোগ নিয়েছেন। তারই অংশ হিসেবে এবার ৫ হাজার ৪০০ কর্মী ছাঁটাইয়ের ঘোষণা দিয়েছে মার্কিন প্রতিরক্ষা সদর দপ্তর পেন্টাগন।

বার্তা সংস্থা রয়টার্সের খবরে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, একদিন আগে ট্রাম্পের এমন আগ্রাসী উদ্যোগের জেরে কয়েকজন রিপাবলিকান আইনপ্রণেতা ক্ষুব্ধ ভোটারদের তোপের মুখে পড়েছিল। এরপরেই পেন্টাগন এই ঘোষণা দিয়েছে। এটি আগামী সপ্তাহে শুরু হতে যাওয়া প্রতিরক্ষা বিভাগের ৫০ হাজার কর্মী ছাঁটাইয়ের একটি অংশ।

পেন্টাগনের এক শীর্ষ কর্মকর্তা ডারিন সেলনিক বলেন, পেন্টাগন নিয়োগ বন্ধ ও সাড়ে নয় লাখ কর্মীর মধ্যে ৫ থেকে ৮ শতাংশ কমিয়ে আনতে পারে।

এ পরিবর্তনকে অনেকেই পেন্টাগনের বেসামরিক কর্মীদের ব্যাপক ছাঁটাই, প্রতিরক্ষা বাজেটে নাটকীয় পরিবর্তন ও সেনা অবস্থান বদলের ধারাবাহিকতা হিসেবে দেখতে পাচ্ছেন। তবে বিশেষজ্ঞদের মতে, প্রেসিডেন্ট ট্রাম্পের সিদ্ধান্ত সামরিক বাহিনীতে একটি নতুন রাজনৈতিক অস্থিরতা সৃষ্টি করতে পারে।

এদিকে এরইমধ্যে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় তদন্ত ব্যুরো এফবিআই শুক্রবার সংস্থাটির ১ হাজার ৫০০ কর্মীকে ওয়াশিংটনের সদর দপ্তর থেকে সরিয়ে দেশের বিভিন্ন জায়গায় বদলি করার ঘোষণা দিয়েছে। এই তথ্য দুইটি সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।

যুক্তরাষ্ট্রের সশস্ত্র বাহিনীর প্রধান চেয়ারম্যান অব জয়েন্ট চিফ অব স্টাফ জেনারেল চার্লস কিউ ব্রাউনকে বরখাস্ত করেছেন দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একইদিন নৌবাহিনীর প্রধান অ্যাডমিরাল লিসা ফ্রাঙ্কচেট্টি ও বিমান বাহিনীর উপপ্রধান জেনারেল জেমস স্লিফকে বরখাস্তের ঘোষণা দিয়েছেন মার্কিন প্রতিরক্ষামন্ত্রী।

Share With:
Rate This Article
No Comments

Leave A Comment