ট্রাম্পের বিরুদ্ধে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে মামলা
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও তার জামাতা মধ্যপ্রাচ্যবিষয়ক উপদেষ্টা জারেড কুসনারের বিরুদ্ধে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে ওয়াশিংটন ডিসির একটি ফেডারেল আদালতে মামলা হয়েছে।
১৩ ফিলিস্তিনি ও মার্কিন মানবাধিকারকর্মী গত সপ্তাহে ওই মামলা করেন।
মামলায় আরও আসামি করা হয়েছে- ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামির নেতানিয়াহু ও নিউইয়র্কের গভর্নর এন্ড্রো কুমো, ইসরাইলি লবি গ্রুপের নেতাসহ আরও ১৩ জনকে।
বাদীর আইনজীবী ম্যাকমোহন জানান, ট্রাম্পের তথাকথিত শতাব্দীর সেরা চুক্তি নামে যে শান্তি পরিকল্পনা প্রকাশ করা হয়েছে, তাতে ফিলিস্তিনিদের মানবাধিকার চরমভাবে লঙ্ঘিত হয়েছে।
এটি একটি একপেশে ও দখলদারকে প্রশ্রয় দেয়ার নামান্তর। এ ছাড়া সীমান্তে ফিলিস্তিনিদের হত্যা ও ভূমিদখলের কারণে তাদের বিরুদ্ধে এ মামলা দেয়া হয়েছে। ♦
আরব নিউজ