ডোনাল্ড লুর চিঠির জবাব দিয়েছে আওয়ামী লীগ
সংলাপের আহ্বান জানিয়ে যুক্তরাষ্ট্রের দেয়া চিঠির জবাব দিয়েছে ক্ষমতাসীন রাজনৈতিক দল আওয়ামী লীগ। বিষয়টি বণিক বার্তাকে নিশ্চিত করেছেন প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া। যুক্তরাষ্ট্রের মধ্য ও দক্ষিণ এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু ওই চিঠি দিয়েছিলেন।
শুক্রবার (১৭ নভেম্বর) আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের পক্ষে ঢাকার মার্কিন দূতাবাসের অ্যাক্টিং ডেপুটি চিফ অব মিশন আর্টুরো হাইন্সের কাছে চিঠি হস্তান্তর করেন আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য ও মোহাম্মদ আলী আরাফাত। অবশ্য চিঠিতে আওয়ামী লীগ কী বলেছে তা এখনো জানা যায়নি।
সম্প্রতি আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে সংলাপের প্রস্তাব দিয়ে আওয়ামী লীগকে আনুষ্ঠানিক চিঠি দেয় যুক্তরাষ্ট্র। গত ১৫ নভেম্বর ডোনাল্ড লুর দেয়া চিঠিটি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের কাছে হস্তান্তর করেন ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস। চিঠি পেয়ে কাদের বলেছিলেন, যথাসময়ে চিঠির উত্তর দেয়া হবে।
ডোনাল্ড লু সংলাপের আহ্বান জানিয়ে এ ধরনের চিঠি বিএনপি ও জাতীয় পার্টিকেও দিয়েছেন বলে জানা গিয়েছে। এরই মধ্যে চিঠির জবাব দিয়েছে বিএনপিও। দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী ওই চিঠিতে বলেছেন, অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন করতে সংলাপে তাদের আপত্তি নেই।