তফসিলের পরও সারা দেশে ধরপাকড়
জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার পরও থেমে নেই বিরোধী দলের নেতাকর্মীদের ধরপাকড়। প্রতিদিনই সাঁড়াশি অভিযান চালানো হচ্ছে বিএনপি-জামায়াত ও যুগপৎ আন্দোলনে থাকা সমমনা দলগুলোর নেতাদের বাড়ি বাড়ি।
নেতাদের না পেয়ে গ্রেপ্তার করা হচ্ছে পরিবারের স্বজন, গাড়িচালক, ব্যক্তিগত সহকারী, অফিসের স্টাফদের। গ্রেপ্তার এড়াতে ঘরছাড়া দলটির লাখো নেতাকর্মী।
তারা রাত কাটান বাড়ির বাইরে জঙ্গলে, ধানক্ষেতে, নৌকায় মাঝনদীতে, পুকুরের মাচায়। তফসিল ঘোষণার দিন থেকে গত চারদিনে বিএনপি’র দেড় সহস্রাধিক নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে।
তবে প্রশাসনের তরফ থেকে বলা হয়েছে, গ্রেপ্তারকৃতরা সবাই নাশকতার মামলার আসামি। বিরোধী জোটের চলমান হরতাল-অবরোধে গাড়িতে অগ্নিসংযোগ ও ভাঙচুরের অভিযোগ রয়েছে গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে।