তর্কে জড়িয়ে হঠাৎ হঠাৎ সংবাদ সম্মেলন বন্ধ করলেন ট্রাম্প (ভিডিও)
এক সাংবাদিকের প্রশ্নে ক্ষিপ্ত হয়ে করোনাভাইরাস নিয়ে প্রেস ব্রিফিংই বন্ধ করে দিলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সিবিএস নিউজের এক এশিয়ান-আমেরিকান রিপোর্টারের সঙ্গে উত্তেজিত বাক্য বিনিময়ের পর তিনি আচমকা সংবাদ সম্মেলন ছেড়ে চলে যান। সোমবার এ ঘটনা ঘটেছে হোয়াইট হাউসের রোজ গার্ডেনে করোনা ভাইরাস নিয়ে নিয়মিত ব্রিফিংকালে।
সিবিএসের রিপোর্টার চীনা বংশোদ্ভূত পশ্চিম ভার্জিনিয়ার নাগরিক ওয়েজিয়া জিয়াং ট্রাম্পকে প্রশ্ন করেন, ‘ভাইরাস পরীক্ষা প্রশ্নে তিনি কেন অব্যাহতভাবে জোর দিয়ে বলে যাচ্ছেন যে অন্যান্য দেশের তুলনায় যুক্তরাষ্ট্র ভালো করছে?’
নারী সাংবাদিক জিয়াং আরও জানতে চান, ‘কেন এই বিশ্বপ্রতিযোগিতা, যেখানে প্রতিদিনই আমেরিকানরা প্রাণ হারাচ্ছে?’
চীন থেকে সারাবিশ্বে করোনা ছড়িয়ে দেওয়া হয়েছে বলে বরাবর অভিযোগ ট্রাম্পের। ভাইরাসটিতে যুক্তরাষ্ট্রেই প্রাণহানি ও আক্রান্ত সবচেয়ে বেশি। সেই চীনা বংশোদ্ভূত সাংবাদিকের এমন প্রশ্নের জবাবে কিছুটা ক্ষিপ্ত ট্রাম্প বলেন, ‘প্রশ্নটি সম্ভবত চীনকে করা উচিত। আমাকে নয়।’
তখন জিয়াং চানতে চান, ‘বিশেষভাবে আপনি আমাকেই কেন এ কথা বলছেন?’ জবাবে ট্রাম্প বলেন, ‘এ ধরণের নোংরা প্রশ্ন আমাকে যেই করতো, আমি তাকেই এ কথা বলতাম।’
এরপর ট্রাম্প অন্য রিপোর্টারের দিকে নজর দিতে উদ্যোগী হন। তবে জিয়াং অনবরত তার জবাব পাওয়ার চেষ্টা করছিলেন। এরই একপর্যায়ে ট্রাম্প হঠাৎ সংবাদ সম্মেলন বন্ধ করে হোয়াইট হাউসের দিকে হাঁটা দেন।
গণমাধ্যমের ওপর দারুণভাবে রুষ্ট ট্রাম্প করোনাভাইরাস নিয়ে তার প্রেস ব্রিফিংয়ে প্রায়ই সাংবাদিকদের সঙ্গে বিতর্কে জড়িয়ে পড়ছেন। সোমবারের ঘটনা সামাজিক যোগাযোগ মাধ্যমে সমালোচনার ঝড় তুলে। বিশেষ করে টুইটারে সিএনএনের রাজনৈতিক বিশ্লেষক এপ্রিল রায়ান বলেন, `ট্রাম্পের বিরুপ আচরণের শিকারদেও ক্লাবে জিয়াংকে স্বাগত। এটিই তার স্বভাব।’
বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া করোনা মহামারীতে যুক্তরাষ্ট্রে এ পর্যন্ত ৮২ হাজার মানুষ মারা গেছেন এবং আক্রান্ত হয়েছেন প্রায় ১৪ লাখ। জনস হপকিন্স ইউনিভার্সিটির তথ্য মতে, বিশ্বের যে কোন দেশের তুলনায় এ সংখ্যা সর্বোচ্চ।◉