তাপস পালের মৃত্যুর জন্য বিজেপি সরকার দায়ী: মমতা
পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ভারতীয় চলচ্চিত্রের অভিনয় শিল্পী তাপস পালের মৃত্যুর জন্য দেশটির কেন্দ্রীয় বিজেপি সরকারকে দায়ী করেছেন ।
তিনি বলেন, তার বিরুদ্ধে বিভিন্ন তদন্ত সংস্থার চাপ ছিল। যে কারণে তিনি অসময়ে আমাদের ছেড়ে চলে গেছেন।
ইন্ডিয়া টুডে জানিয়েছে, বুধবার মমতা আরও বলেন, কেন্দ্রীয় সরকারের চাপে অনেক প্রাণ ঝরে গেছে। বিভিন্ন সংস্থার চাপে তিনজন মারা গেছেন। যাদের মধ্যে প্রথমে রয়েছেন, তৃণমূল এমপি সুলতান আহমেদ, প্রসূন ব্যানার্জির স্ত্রী ও তাপস পাল।
রাজনৈতিক প্রতিহিংসার কারণে এসব মৃত্যু হয়েছে বলে দাবি করেন মমতা ব্যানার্জি।
ভারতীয় বাংলা সিনেমার জনপ্রিয় অভিনেতা তাপস পাল মঙ্গলবার ভোরে মুম্বাইয়ের একটি বেসরকারি হাসপাতালে মারা যান। এরপরেই দোষারোপের খেলায় মেতে উঠেছে তৃণমূল কংগ্রেস ও বিজেপি।
মৃত্যুকালে পশ্চিমবঙ্গের ক্ষমতাসীন তৃণমূল কংগ্রেসের সাবেক এই সংসদ সদস্যর বয়স হয়েছিল ৬১ বছর।
তাকে মানসিকভাবে নির্যাতনের জন্য কেন্দ্রীয় সরকার দায়ী বলে অভিযোগ করেছে তৃণমূল কংগ্রেস। কিন্তু বিজেপি সেই অভিযোগ ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছে।
মমতা বললেন, লোকজনকে কারাবন্দি করে রাখা হচ্ছে। কিন্তু তাদের বিরুদ্ধে অপরাধের কোনও প্রমাণ হাজির করতে পারছে না তারা। কেউ অপরাধ করলে অবশ্যই তিনি শাস্তি পাবেন। কিন্তু এখন পর্যন্ত আমরা জানতে পারি নি যে তাপস পাল ও অন্যান্য কী অপরাধ করেছেন।
এনডিটিভি জানিয়েছে, কন্যাকে দেখতে মুম্বাই গিয়েছিলেন তাপস। সেখান থেকে কলকাতায় ফেরার সময় মুম্বাই বিমানবন্দরে বুকে ব্যথা অনুভব করার কথা জানালে তাকে একটি হাসপাতালে নেওয়া হয়।
সেখানে ভোর ৪টার দিকে তার মৃত্যু হয় বলে হাসপাতাল কর্তৃপক্ষ প্রেস ট্রাস্ট অব ইন্ডিয়াকে জানিয়েছে।
তাপস পাল বেশ কিছুদিন ধরে হৃদরোগে ভুগছিলেন তিনি। গত দুই বছরে চিকিৎসার জন্য বেশ কয়েকবার হাসপাতালে ভর্তি হয়েছিলেন তিনি।
তাপস পালের জন্ম ১৯৫৮ সালে পশ্চিমবঙ্গের হুগলি জেলার চন্দননগরে। ১৯৮০ সালে তরুণ মজুমদার পরিচালিত ছবি ‘দাদার কীর্তি’ দিয়ে সিনেমায় অভিষেক। অভিষেকেই দর্শকের মন জয় করেন তিনি।