তালিবানের নতুন ফতোয়া, আফগানিস্তানে চাকরি হারালেন স্কুলের ৪৬৯ নারী শিক্ষিক
আফগানিস্তানে কিন্ডারগার্টেনে (কেজি) পড়ানো প্রায় ৪৬৯ জন নারী শিক্ষিককে ছাঁটাইয়ের আদেশ দিয়েছে তালিবান সরকার। আজ শুক্রবার (১৪ জুলাই) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে দ্য ন্যাশনাল নিউজ।
প্রতিবেদনে আরও বলা হয়, বরখাস্তদের তালিকায় রয়েছে স্কুলের ব্যবস্থাপক এবং কর্মীরাও। দেশটির শ্রম ও সামাজিক বিষয়ক মন্ত্রণালয় এ আদেশ দিয়েছে।
গত বৃহস্পতিবার এই আদেশের পর ভুক্তভোগী নারীদের কাঁদতে দেখা যায়। আফগান অ্যাক্টিভিস্ট এবং প্রাক্তন সংসদ সদস্যদের শেয়ার করা ফুটেজে উঠে আসে এমন চিত্র, যা নিয়ে ঝড় উঠেছে সোশ্যালে।
প্রাক্তন রাজনীতিবিদ মরিয়ম সোলায়মানখিল বলেন, এমন সিদ্ধান্তের কারণে প্রতিটি পরিবার স্থিতিশীল আয় হারাচ্ছে। একজন নারী হারাচ্ছেন তার স্বাধীনতা। পাশাপাশি শিশুরা তাদের মাতৃসম শিক্ষিকাকে হারাচ্ছে। নারী স্বাধীনতা খর্বের এই সিদ্ধান্ত অন্যায়ের চেয়েও বেশি এবং অযৌক্তিক।
২০২১ সালে কাবুলের ক্ষমতা দখলের পরেই নারীশিক্ষা নিয়ে কঠোর হয় তালিবান। দেশটিতে বন্ধ হয়ে যায় মেয়েদের স্কুল-কলেজ। তবে ষষ্ঠ শ্রেণি পর্যন্ত স্কুলে গিয়ে পড়াশোনা করার সুযোগ পাচ্ছে মেয়েরা। এছাড়াও নারীদের শরীর কালো কাপড়ে ঢেকে রাখা, কর্মক্ষেত্র থেকে তাদের দূরে রাখা, হিজাব ছাড়া রেস্টুরেন্টে প্রবেশে নিষেধাজ্ঞা এবং কোথাও গেলে পুরুষসঙ্গী নিয়ে বের হওয়ার নিয়ম কার্যকর করেছে তালিবান।