তালেবানের সহিংসতায় নিহত এক হাজারেরও বেশি আফগান
২০২১ সালে তালেবান আফগানিস্তানের ক্ষমতা দখল করে নেয়ার পর এখন পর্যন্ত এক হাজারের বেশি আফগান নাগরিক সহিংসতায় প্রাণ হারিয়েছেন। আফগানিস্তানে নিযুক্ত জাতিসংঘের মিশন থেকে মঙ্গলবার এ তথ্য প্রকাশ করা হয়েছে। এক রিপোর্টের জানানো হয়, ২০২১ সালের ১৫ই আগস্ট থেকে ২০২৩ সালের মে মাস পর্যন্ত আফগানিস্তানে ১০৯৫ জন বেসামরিক মানুষ সহিংসতায় নিহত হয়েছেন। আহত হয়েছেন ২ হাজার ৬৭৯ জন। এ খবর দিয়েছে আরব নিউজ।
খবরে বলা হয়, তালেবানের অধীনে আফগানিস্তানের সাধারণ মানুষের জীবন কতটা ঝুঁকিতে রয়েছে তা বুঝাতেই এই তথ্য প্রকাশ করেছে জাতিসংঘ। সংস্থাটি জানিয়েছে, বেশিরভাগ মৃত্যুই হয়েছে মূলত বোমা বিস্ফোরণের কারণে। আফগানিস্তানজুড়ে প্রায়ই এ ধরণের বোমা হামলার খবর পাওয়া যায়। আত্মঘাতী হামলা, টাইম বোমা, রাস্তার পাশে পুতে রাখা বোমা থেকে শুরু করে নানা ধরণের বোমা হামলা অব্যাহত রয়েছে দেশটিতে। এসব হামলার প্রধান টার্গেট আবার ক্ষমতাসীন তালেবান সরকারের সদস্যরা।
জাতিসংঘ জানিয়েছে, সাত শতাধিক মানুষ শুধু বোমা হামলাতেই নিহত হয়েছে। হামলার প্রধান টার্গেট হচ্ছে মসজিদ, শিক্ষা প্রতিষ্ঠান ও বাজার।
তবে তালেবান ক্ষমতা দখলের কারণে তাদেরকে সরাসরি চ্যালেঞ্জ করার মতো কোনো সন্ত্রাসী সংগঠন আফগানিস্তানে নেই। ফলে সশস্ত্র যুদ্ধের ঘটনা নাটকীয়ভাবে কমে গেছে। এর আগে ন্যাটো বাহিনী যতদিন আফগানিস্তানে ছিল, প্রায়ই তাদের সঙ্গে তালেবানের গোলাগুলির ঘটনা ঘটতো।
কিন্তু ন্যাটো চলে যাওয়ার পর এখন আফগানিস্তানে ইসলামিক স্টেটের হুমকি বৃদ্ধি পেয়েছে। চলমান বোমা হামলার একটি বড় অংশই ইসলামিক স্টেটের চালানো। তালেবানের তরফে বারবার জানানো হয়েছে যে, তারা দেশের নিরাপত্তা নিশ্চিত করতে যা যা করা দরকার তার সবই করছে। সাম্প্রতিক সময়ে ইসলামিক স্টেটের বিরুদ্ধে বেশ কিছু অভিযানও চালিয়েছে তালেবান। তবে আফগানিস্তানের নিরাপত্তা নিশ্চিতের সক্ষমতা তালেবানের আদৌ আছে কিনা তা নিয়ে সন্দিহান পর্যবেক্ষকরা।