দিল্লিতে মধ্যরাতে ভূমিকম্প
ভারতের রাজধানী দিল্লি ও আশপাশের বিস্তীর্ণ অঞ্চলে বৃহস্পতিবার রাতে ভূমিকম্প হয়েছে। কম্পনের তীব্রতা মাঝারি হলেও লোকজন আতঙ্কিত হয়ে পড়েন। ভয়ে অনেকেই ঘর ছেড়ে রাস্তায় বেরিয়ে আসেন।
এদিন স্থানীয় সময় রাত ১১টা ৪৬ মিনিটে কম্পন অনুভূত হয়। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৪.২। ভূমিকম্পের উত্সস্থল ছিল হরিয়ানার গুরুগ্রামের ৪৮ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে, রাজস্থানের আলওয়ারে। গভীরতা ছিল ভূপৃষ্ঠ থেকে ৭.৫ কিলোমিটার গভীরে।
দিল্লি ছাড়াও নয়ডা, গাজিয়াবাদ ও গুরুগ্রামেও কম্পন অনুভূত হয়েছে। লোকজন ঘর ছেড়ে আতঙ্কে বাইরে বেরিয়ে আসেন। তবে গভীর রাত পর্যন্ত কোনো ক্ষয়ক্ষতি বা প্রাণহানির খবর জানা যায়নি।
দেশটির জাতীয় ভূমিকম্পবিষয়ক কেন্দ্রের অফিশিয়াল ওয়েবসাইটে এখনও ভূমিকম্পের উল্লেখ নেই।
তবে ভারতের রাষ্ট্রায়ত্ত সংস্থা প্রসার ভারতী এক ট্যুইটবার্তায় ভূমিকম্পের সত্যতা নিশ্চিত করেছে।❐
টাইমস অব ইন্ডিয়া