Our Concern
Ruposhi Bangla
Hindusthan Surkhiyan
Radio Bangla FM
Third Eye Production
Anuswar Publication
Ruposhi Bangla Entertainment Limited
Shah Foundation
Street Children Foundation
September 15, 2024
হেডলাইন
Homeপ্রধান সংবাদনতুন আইন এ রাজ্যে কার্যকর করতে দেওয়া হবে না: মমতা

নতুন আইন এ রাজ্যে কার্যকর করতে দেওয়া হবে না: মমতা

নতুন আইন এ রাজ্যে কার্যকর করতে দেওয়া হবে না: মমতা

নতুন নাগরিকত্ব আইন এবং জাতীয় নাগরিকপঞ্জির (এনআরসি) বিরোধিতায় পথে নেমেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রতিবাদ মিছিলের তৃতীয় দিন ছিল হাওড়া ময়দান। নতুন আইন এবং প্রস্তাবিত এনআরসি, কোনওটাই এ রাজ্যে কার্যকর করতে দেওয়া হবে না বলে ইতোমধ্যেই প্রশাসনিক প্রধান হিসেবে ঘোষণা করেছেন তিনি। তৃণমূল নেত্রী হিসেবে এবারে তাঁর মিছিল হবে রাজনৈতিক প্রতিবাদের জন্য, মানুষের পাশে থেকে নতুন করে আরও একবার দেশজুড়ে প্রতিবাদের ডাক দিলেন মমতা।
এদিন হাওড়া ময়দানের প্রতিবাদ মঞ্চে উপস্থিত ছিলেন, রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের কয়েকজন অধ্যাপক। মঞ্চে উপস্থিত ছিলেন একদল বাউলশিল্পীও। তাঁরা নাগরিকত্ব আইন বিরোধি গান দিয়ে অনুষ্ঠান শুরু করেন। একইসঙ্গে মিছিল শুরুর আগে আগের দু দিনের মতো এদিনও শপথবাক্য পাঠ করান তৃণমূল নেত্রী। শপথের মূল বক্তব্যই ছিল র্বধর্মসমন্বয় আমাদের আদর্শ। কাউকে বাংলা ছাড়তে হবে না। কাউকে দেশ ছাড়তে হবে না।
এরপর দুপুর ১টা ১০ মিনিট নাগাদ হাওড়া ময়দান থেকে শুরু হয় মিছিল। আটোসাঁটো নিরাপত্তার মধ্যে পাঁচ মিনিটের মধ্যে মিছিল পৌঁছায় হাওড়া ব্রিজে। দুপুর ১টা ৪০ মিনিট নাদার পৌঁছে ব্রেবোর্ন রোডে। এরপর দুপুর ২টায় বেন্টিঙ্ক স্ট্রিটে পৌঁছে প্রতিবাদ মিছিল।
এদিন প্রতিবাদ মিছিলের শেষে বিজেপি শিবিরের বিরুদ্ধে বক্তব্য রাখেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, আমরা হিংসা চাই না বলে পথে নেমেছি। এক হাজার বুলেটের যা দাম, দশটা মানুষ পথে নেমে কথা বললে তার দাম বেশি। বুলেট দিয়ে গণতান্ত্রিক আন্দোলন আটকানো যায় না।
Share With:
Rate This Article
No Comments

Leave A Comment