নতুন করোনা: যুক্তরাষ্ট্রে সংক্রমণের চতুর্থ ঢেউয়ের আশঙ্কা
করোনার নতুন ধরণের প্রকোপে যুক্তরাষ্ট্রে এক সপ্তাহে আক্রান্ত হয়েছে ৭০ হাজার মানুষ। প্রতিদিন মৃত্যু হয়েছে দুই হাজার রোগির। এমন পরিস্থিতিতে সংক্রমণের চতুর্থ ঢেউ আঘাত হানতে পারে যুক্তরাষ্ট্রে এমন আশঙ্কা করছেন দেশটির রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ বিভাগ, সিডিসির প্রধান ডা. রোচেল ওয়ালেনস্কি।
রোচেল বলেন, “এই নতুন ধরণটি আমাদের করোনা পরিস্থিতি উন্নয়ন ও জনস্বাস্থ্যের জন্য বড় হুমকি হয়ে দাঁড়িয়েছে।”
নতুন ধরণগুলোর মধ্যে ব্রাজিল ও যুক্তরাজ্যে শনাক্ত হওয়া ধরণটি নিয়েই বেশি উদ্বেগ জানিয়েছে সিডিসি। বি১১৭ জীনটি এ মাসেই যুক্তরাষ্ট্রে করোনার প্রধান ধরন হিসেবে দেখা দিয়েছে এবং এর সংক্রমণ হারও তীব্র।
বিশ্বে এ পর্যন্ত মোট করোনা আক্রান্তের সংখ্যা ১১ কোটি ছাড়িয়েছে। মৃতের সংখ্যার দিক থেকে সবচেয়ে এগিয়ে যুক্তরাষ্ট্র। দেশটিতে ফেব্রুয়ারির শেষে মৃতের সংখ্যা পাঁচ কোটি ছাড়িয়েছে।
সংক্রমণের চতুর্থ ঢেউ ঠেকাতে তাই সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলতে বিশেষভাবে অনুরোধ জানিয়েছে যুক্তরাষ্ট্রের স্বাস্থ্য সংস্থাগুলো।❐