Our Concern
Ruposhi Bangla
Hindusthan Surkhiyan
Radio Bangla FM
Third Eye Production
Anuswar Publication
Ruposhi Bangla Entertainment Limited
Shah Foundation
Street Children Foundation
December 21, 2024
হেডলাইন
Homeবিনোদননাটক ‘কোথাও কেউ নেই’ ও ‘বহুব্রীহি’ বিটিভিতে আবারও প্রচারিত হচ্ছে

নাটক ‘কোথাও কেউ নেই’ ও ‘বহুব্রীহি’ বিটিভিতে আবারও প্রচারিত হচ্ছে

নাটক ‘কোথাও কেউ নেই’ ও ‘বহুব্রীহি’ বিটিভিতে আবারও প্রচারিত হচ্ছে

বাংলাদেশের রাষ্ট্রীয় টেলিভিশন চ্যানেল বিটিভি মঙ্গলবার থেকে নব্বই দশকের নন্দিত দুটি ধারাবাহিক নাটক প্রচার করতে শুরু করছে। একটি নন্দিত কথাশিল্পী হুমায়ূন আহমেদ রচিত ‘কোথাও কেউ নেই’ ও অপরটি ‘বহুব্রীহি।’

নাটক দুটি প্রযোজনা করেছিলেন বরকত উল্লাহ ও নওয়াজিশ আলী খান।

নাটক দুটি পুনঃপ্রচার প্রসঙ্গে বিটিভির মহাপরিচালক এস এম হারুক-অর-রশীদ বলেন, এখন বেশিরভাগ মানুষই ঘরবন্দি। এই সময়ে সবাই যেন খানিকটা স্বস্তিতে থাকেন সেই কারণেই জনপ্রিয় এই দুটি ধারাবাহিক প্রচারের উদ্যোগ নেওয়া হয়েছে।

নাটক দুটি পুনঃপ্রচারের বিষয়টি মহাপরিচালক এস এম হারুক-অর-রশীদ নিশ্চিত করেছেন ।

তিনি বলেন, ‘এখন বেশিরভাগ মানুষই ঘরবন্দি। এই সময়ে সবাই যেন খানিকটা স্বস্তিতে থাকেন সেই কারণেই জনপ্রিয় এই দুটি ধারাবাহিক প্রচারের উদ্যোগ নেওয়া হয়েছে।

এছাড়া এখন চাইলেও তো শুটিং করতে পারছি না। শিল্পীরাও আসবেন না। আর আসার মতো সময়ও নয় এখন। সব মিলিয়েই এই সিদ্ধান্ত নেওয়া।

বহুব্রীহি ধারাবাহিকটি ১৯৮৮-৮৯ সালে বিটিভিতে প্রচারিত হয়। পারিবারিক গল্পে নির্মিত এ নাটকের বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন আবুল হায়াত, আসাদুজ্জামান নূর, আলী যাকের, আফজাল হোসেন, লুৎফুন নাহার লতা, লাকী ইনাম, আবুল খায়ের, আফজাল শরীফসহ অনেকে।

সামরিক শাসনের সেসময়ে ‘বহুব্রীহি’ ধারাবাহিকে টিয়া পাখির মুখে বলা ‘তুই রাজাকার’ সংলাপটি জনপ্রিয় হয়ে উঠেছিল। স্বাধীনতা বিরোধীদের প্রতি ঘৃণার প্রতীক হিসেবে এটি আলোচিত হয়।

১৯৯২-৯৩ সালে বাংলাদেশ টেলিভিশনে প্রচারিত ‘কোথাও কেউ নেই’ ধারাবাহিকের নির্দেশনা দেন বরকত উল্লাহ।

এ নাটকের ‘বাকের ভাই’ চরিত্রটি দর্শকদের কাছে এখনও অমলিন। এ চরিত্রে অভিনয় করেন আসাদুজ্জামান নূর।

এছাড়া এতে মুনা চরিত্রে সুবর্ণা মুস্তফা, বদি চরিত্রে আবদুল কাদের, মজনু চরিত্রে লুৎফর রহমান জর্জ, মতি চরিত্রে মাহফুজ আহমেদ, বকুল চরিত্রে আফসানা মিমি, উকিল চরিত্রে হুমায়ুন ফরিদীসহ অনেকে অভিনয় করেন।◉

 

 

Share With:
Rate This Article
No Comments

Leave A Comment