নিউ ইয়র্ক এখন যেন মৃতের শহর
করোনাভাইরাসে বিশ্ব এখন পর্যন্ত মারা গেছেন ৮৩ হাজার ৪৬৬ জন মানুষ। আক্রান্ত হয়েছেন ১৪ লাখ ৫০ হাজারের বেশি মানুষ।
আর নিউ ইয়র্ক যেন পরিণত হয়েছে মৃতের শহরে। একদিনে সর্বোচ্চ ৮০০’র বেশি মানুষের মৃত্যু হয়েছে। এটি নিউ ইয়র্কে একদিনে মৃত্যুর নতুন রেকর্ড।
যুক্তরাষ্ট্রে প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে প্রায় ১৩ হাজারে। আক্রান্তের সংখ্যা ৩ লক্ষ ৯৮ হাজারের বেশি। যার মধ্যে শুধু নিউ ইয়র্কেই রয়েছে ১ লাখ ৪০ হাজার।
কারাগারে করোনা আক্রান্ত হয়ে বন্দির মৃত্যুর ঘটনায় নিউ ইয়র্ক কর্তৃপক্ষ সমালোচনার মুখে পড়েছেন।
৬ এপ্রিল সোমবার পর্যন্ত নিউ ইয়র্কের কারাগার থাকা ২৮৬ বন্দি ও ৩৩১ কারা কর্মকর্তা ভাইরাসটিতে আক্রান্ত হয়েছেন। তাদের মধ্যে মাইকেল টাইসন (৫৩) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে।
গভর্নর অ্যান্ড্রিউ কৌমো জানান, যুক্তরাষ্ট্রে করোনা মহামারির কেন্দ্রস্থলে পরিণত হয়েছে নিউ ইয়র্ক।
নিউ ইয়র্কে টানা দুই দিন আক্রান্ত ও মৃতের সংখ্যা নিম্নগামী হওয়ার পর মঙ্গলবারে আবারও সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড তৈরি হলো।◉