নিউইয়র্কে করোনাভাইরাসে বাংলাদেশ সোসাইটির সংগঠক আজাদ বাকের মারা গেছেন
যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে কমিউনিটি সংগঠক বাংলাদেশি আমেরিকান আজাদ বাকের (৫৮) মারা গেছেন।
৬ এপ্রিল ভোরে এলমহাস্ট হাসপাতালে তার মৃত্যু হয়। গেল আট দিন ধরে তিনি ওই হাসপাতালে লাইফ সাপোর্টে ছিলেন। আজাদ বাকেরের ছেলে রোহান তার বাবার মৃত্যু সংবাদ নিশ্চিত করেছেন।
আজাদ বাকের যুক্তরাষ্ট্র শাখা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক ও বাংলাদেশ সোসাইটির কার্যকরী কমিটির সদস্য।
হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার দু’টি কিডনিই বিকল হয়ে যায়। তিনি হৃদরোগেও আক্রান্ত হয়েছিলেন।
আজাদ বাকের নিউ ইয়র্কের কুইন্সের জ্যাকসন হাইটস এলাকায় বসবাস করতেন। বাংলাদেশে তার গ্রামের বাড়ি কুমিল্লায়।
নিউইয়র্কে বৃহত্তর কুমিল্লা সোসাইটির সাবেক সভাপতি আজাদ বাকের রাজনৈতিক কর্মকাণ্ডের বাইরেও নানান সামাজিক কর্মকাণ্ডে সক্রিয় ছিলেন।
এ নিয়ে যুক্তরাষ্ট্রে করোনাভাইরাসে ৭৭ প্রবাসী বাংলাদেশি মারা গেলেন। আক্রান্তের সঠিক কোনও পরিসংখ্যান নেই। ধারণা করা হচ্ছে, আক্রান্তের সংখ্যা হাজার ছাড়িয়ে গেছে।
যুক্তরাষ্ট্রে মোট করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা ৩ লক্ষ ৩৯ হাজার ১২৭ জন। এখন পর্যন্ত মারা গেছেন ৯ হাজার ৬৮৯ জন। এর মধ্যে কেবল নিউ ইয়র্কেই ১ লক্ষ ২৩ হাজার ১৬০ জন আক্রান্ত। মারা গেছেন ৪ হাজার ১৫৯ জন।◉