নিউইয়র্কে ২৪ ঘন্টায় চিকিৎসকসহ ৫ বাংলাদেশির করোনায় মৃত্যু
যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে গত ২৪ ঘন্টায় করোনায় আক্রান্ত হয়ে চিকিৎসকসহ আরও ৫ জন বাংলাদেশির মৃত্যু হয়েছে। এ নিয়ে এ পর্যন্ত নিউ ইয়র্কে এই ভাইরাসে আক্রান্ত হয়ে ৯০ জন বাংলাদেশি মারা গেলেন।
এছাড়া গোটা যুক্তরাষ্ট্রে প্রাণ হারিয়েছেন ৯৭ জন । এর মধ্যে নিউ জার্সিতে ৪ জন ও মিশিগানে ৩ জন বাংলাদেশির মৃত্যু হয়েছে।
প্রায় দুই সপ্তাহ করোনার সাথে লড়াই করে স্থানীয় সময় বুধবার দিবাগত রাত ১ টা ১০ মিনিটে নিউ ইয়র্ক সিটির পাশ্ববর্তী লং আইল্যান্ডের বাসিন্দা চিকিৎসক ডা. রেজা চৌধুরী করে মারা যান।
সে হিসেবে এ পর্যন্ত নিউইয়র্কে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৩ জন চিকিৎসক।
বাংলাদেশি কমিউনিটিতে মৃত্যুর তালিকা বাড়ার পাশাপাশি করোনায় আক্রান্ত অনেকের সুস্থ হয়ে বাড়ি ফেরার সুখবরও পাওয়া যাচ্ছে।
এদের মধ্যে রয়েছেন বাসদ ছাত্রলীগের সাবেক সভাপতি শাহাব উদ্দিন। তিনি ১২ দিন হাসপাতালে চিকিৎসা নিয়ে বাসায় ফিরে এসেছেন।
বিপুল সংখ্যক বাংলাদেশি প্র্যাকটিশনার চিকিৎকসকের করোনায় আক্রান্ত হবার পেছনে নিউ ইয়র্ক সিটি হেলথ ডিপার্টমেন্টের এন৯৫ মাস্ক ব্যবহারের নির্দেশনা দেরীতে জারি করাকে দায়ী করেছেন কমিউনিটির পরিচিত চিকিৎসক ডা. ফেরদৌস খন্দকার।
তিনি বলেন, ১০ মার্চের আগে পর্যন্ত সাধারণ সার্জিক্যাল মাস্ক পরে রোগী দেখার নির্দেশনা দিয়েছিল হেলথ ডিপার্টমেন্ট। তারপরে এন৯৫ মাস্ক পরার নির্দেশনা দেয় তারা। কিন্তু এর মধ্যেই যা ক্ষতি হবার হয়ে গেছে চিকিৎসকদের।◉