নেপালে ৫ দশমিক ৬ মাত্রার ভূমিকম্প
৫ দশমিক ৬ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল নেপাল। দিল্লিসহ উত্তর ভারতের পার্শ্ববর্তী কয়েকটি এলাকায়ও এই কম্পন অনুভূত হয়। গতকাল মঙ্গলবার দিবাগত মধ্যরাতের এই কম্পনে নেপালে নিহত হয়েছে ছয়জন। আহত হন অনেক মানুষ, অসংখ্য ঘর-বাড়ি ভেঙে পড়েছে। খবর সিএনএন ও এনডিটিভি।
দ্য ন্যাশনাল সিসমোলজিক্যাল সেন্টার অব নেপাল জানায়, পরপর তিনবার কেঁপে ওঠে পুরো দেশ। নিহত ছয়জনই ধ্বংসস্তুপের নিচে চাপা পড়েছিলেন।
মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস অনুসারে, ৫ দশমিক ৬ মাত্রার ভূমিকম্পটির কেন্দ্রস্থল ছিল সেটি এলাকার ১৫ দশমিক ৭ কিলোমিটার গভীরে। অঞ্চলটি নেপালের পশ্চিমের ডোটি জেলার দিপায়াল পৌরসভা থেকে ২১ কিলোমিটার পূর্বে।
গতকাল রাতে বেশ কয়েক দফায় কেঁপে ওঠে নেপাল। ভারতীয় ভূতাত্ত্বিক সংস্থা জানায়, এই ভূমিকম্পের মাত্রা ৬ দশমিক ৩। দেশটির অনেক সোশ্যাল মিডিয়া ব্যবহারকারী জানান, দিল্লি পর্যন্ত কম্পন অনুভব করেছেন।
নেপালের কর্তৃপক্ষ বলছে, ভূমিকম্পের কেন্দ্রস্থল খাপ্তাদ জাতীয় উদ্যানের আশপাশে অল্প জনবসতিপূর্ণ এলাকায় হওয়ায় বড় সংখ্যক হতাহতের আশঙ্কা করা হচ্ছে না।
এর আগে ২০১৫ সালে ৭ দশমিক ৮ মাত্রার ভূমিকম্পে নেপালে প্রায় নয় হাজার মানুষ মারা যায়। ধ্বংস হয় অসংখ্য বাড়িঘর।
স্থলবেষ্টিত দেশটিতে নিয়মিত ভারত ও ইউরেশিয়ার টেকটনিক প্লেটগুলোর সংঘর্ষ হয়। এ কারণে সৃষ্টি হয়েছে হিমালয় ও তিব্বত মালভূমি। ভূ-প্রাকৃতিক গঠনের কারণেই নেপাল ভূমিকম্পের জন্য ঝুঁকিপূর্ণ।