পূর্ব ইউক্রেনে ‘গুগল’ বন্ধের ঘোষণা রুশপন্থী সমর্থকদের
মার্কিন টেক জায়ান্ট গুগল ‘সকল রাশিয়ানদের বিরুদ্ধে সন্ত্রাস ও সহিংসতা’ প্রচার করছে, এমন অভিযোগ এনে পূর্ব ইউক্রেনের দোনেৎস্ক ও লুহানস্কে গুগল সার্চ ইঞ্জিন বন্ধ করার ঘোষণা দিয়েছে দেশটির রাশিয়াপন্থী সমর্থকরা।
শুক্রবার নিজস্ব টেলিগ্রাম চ্যানেলে পোস্ট করা এক বার্তায় এসব কথা জানান দনেস্ক পিপলস রিপাবলিকের (ডিপিআর) প্রধান দেনিস পুশিলিন।
এই নেতার অভিযোগ, রাশিয়া বিরোধী সন্ত্রাস ও সহিংসতা প্রচার করছে গুগল, আর এর জন্য মার্কিন সরকার নিযুক্ত লোকদেরও দায়ী করেন তিনি।
গুগলকে ব্লক করার সিদ্ধান্ত ঘোষণা করে পুশিলিন যোগ করেন, যেকোনো সমাজে তারা এটি করে, তারা অন্য লোকেদের থেকে বিচ্ছিন্ন। গুগল যদি তার অপরাধমূলক নীতি অনুসরণ করা বন্ধ করে এবং আইন, নৈতিকতা এবং সাধারণ জ্ঞানের মূলধারায় ফিরে আসে, তাহলে এর কাজে কোনো বাধা থাকবে না।
সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান জানায়, পুশিলিন গুগলের বিরুদ্ধে অভিযোগ করলেও কোনো প্রমাণ হাজির করেননি। অন্যদিকে এ বিষয়ে গুগল কর্তৃপক্ষও কোনো মন্তব্য করেনি। ঠিক কবে থেকে গুগলের সার্ভিস বন্ধ হবে এ বিষয়েও নিশ্চিত করে কিছু জানাননি তিনি।
এর আগে ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে সামরিক অভিযান শুরু করে মস্কো। অভিযান শুরুর পর থেকেই পশ্চিমা গণমাধ্যম ও টেক কোম্পানিগুলোর বিরুদ্ধে গুজব প্রচারের অভিযোগ জানিয়ে আসছে রাশিয়া।
অন্যদিকে ‘চরমপন্থী কার্যক্রম পরিচালনা’ ও মিথ্যা তথ্য চরানোর অভিযোগে দেশ থেকে ফেইসবুক ও ইনস্টাগ্রাম নিষিদ্ধ করে রাশিয়া।