Our Concern
Ruposhi Bangla
Hindusthan Surkhiyan
Radio Bangla FM
Third Eye Production
Anuswar Publication
Ruposhi Bangla Entertainment Limited
Shah Foundation
Street Children Foundation
November 21, 2024
হেডলাইন
Homeআন্তর্জাতিকপ্রবীণ সাংবাদিক সৈয়দ জিয়াউর রহমান মারা গেছেন

প্রবীণ সাংবাদিক সৈয়দ জিয়াউর রহমান মারা গেছেন

প্রবীণ সাংবাদিক সৈয়দ জিয়াউর রহমান মারা গেছেন

প্রবীণ সাংবাদিক, লেখক ও ভয়েস অব আমেরিকা বাংলা বিভাগের সাবেক আন্তর্জাতিক বেতার ভাষ্যকার সৈয়দ জিয়াউর রহমান মারা গেছেন, ইন্না লিল্লাহে..রাজেউন। শুক্রবার ৩১ জানুয়ারি বিকেল চারটায় চিকিৎসাধীন থাকাকালে মেরিল্যান্ডের হলিক্রস হাসপাতালে তিনি মারা যান। তার বয়স হয়েছিল প্রায় ৮৮ বছর।
 
গেল বৃহস্পতিবার শারীরিক অবস্থার অবনতি হলে সৈয়দ জিয়াউর রহমানকে হাসপাতালে ভর্তি করা হয় এবং বুধবার তার লাইফ সাপোর্ট খুলে দেওয়া হয়। ভয়েস অব আমেরিকা বাংলা বিভাগের প্রধান রোকেয়া হায়দার মৃত্যুর খবর নিশ্চিত করেছেন।
 
সৈয়দ জিয়াউর রহমান ১৯৭৬ সালে ভয়েস অব আমেরিকা বাংলা বিভাগে যোগ দেন। ২০১১ সালে অবসরে যাওয়া পর্যন্ত একটানা কাজ করেন। তিনি ওয়াশিংটনের ডাইরি , মিতালী ছাড়াও অনেক মৌলিক অনুষ্ঠাণ গ্রন্থনা ও উপস্থাপনা করেছেন। অনেক বিখ্যাত মানুষের সাক্ষাৎকার নিয়েছেন। তাদের মধ্যে প্রেসিডেন্ট জর্জ বুশ, প্রেসিডেন্ট রোনাল্ড রিগ্যান, বাংলাদেশের বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া, সাবেক রাষ্ট্রপতি এরশাদ,  ড. ইউনুস , মোহাম্মদ নাসির উদ্দিন, নুরজাহান বেগম, ড. অমর্ত্য সেন, কবি সুফিয়া কামাল, কবি শামসুর রাহমান, জাহানরা ইমাম, হুমায়ুন আহমেদ, ড. আবদুল্লাহ আল মুতি সরফুদ্দিন , সাইয়িদ আতিকুল্লাহসহ আরও অনেকেই রয়েছেন ।
 
সৈয়দ জিয়াউর রহমান ১৯৩২ সালের ২৪ সেপ্টেম্বর মুক্তাগাছায় এক বনেদী পরিবারে জন্মগ্রহন করেন। উচ্চশিক্ষা শেষে ১৯৫১ সাল থেকে পত্রিকায় কাজের মাধ্যমে তার সাংবাদিকতা জীবনের শুরু হয়। দৈনিক মিল্লাতে যোগ দেন ১৯৫৫ সালে। তিনি মোহাম্মদ নাসির উদ্দিন ও নুরজাহান বেগমের সওগাত ও বেগমের দায়িত্ব ও পালন করেন বহুদিন।
Share With:
Rate This Article
No Comments

Leave A Comment