ফৌজিয়া জে. চৌধুরীর জন্মদিনে দাউদপুর গ্রামের শিশুদের শীতবস্ত্র উপহার
রূপগঞ্জ, দাউদপুর: ৩ ছিল ২০২৩ সালের শেষ দিন। একই সঙ্গে দিনটি ছিল নিউ ইয়র্ক ভিত্তিক অলাভজনক প্রতিষ্ঠান শাহ্ ফাউন্ডেশনের চিফ এক্সিকিউটিভ অফিসার ও ভাইস প্রেসিডেন্ট এবং নিউ ইয়র্ক ভিত্তিক ইংরেজি ভাষার সাপ্তাহিক দ্য জেনারেশন পত্রিকার সম্পাদক পরিষদের সদস্য ফৌজিয়া জে. চৌধুরীর জন্মদিন।
ফৌজিয়া জে. চৌধুরীর জন্মদিনে বিশেষ কোনও আয়োজন না করে দিনটি বাবা শাহ্ জে. চৌধুরী, মা হোসনেয়ারা চৌধুরী, বোন সাদিয়া ও ভাই সালমান জে. চৌধুরী এবং ক’জন পারিবারিক ও বন্ধু ও স্বজনদের সঙ্গে নিউ ইয়র্কের বাড়িতে ঘরোয়া ভাবেই উদযাপন করেন।
ফৌজিয়ার বাবা শাহ্ জে. চৌধুরী মেয়ের জন্মদিনকে উপলক্ষ্য করে বিশেষ এক উপহারের আয়োজন করেন। তিনি বাংলাদেশে বেশ কিছু শিশুদেরকে শীতবস্ত্র দেওয়ার পরিকল্পনা করেন।
শীতবস্ত্র বিতরণের জন্যে বেছে নেওয়া হয় নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ ইউনিয়নের দাউদপুর গ্রামকে। সেখানে স্থানীয় শিশুদেরকে শীতের পোশাক ও দুপুরের খাবার দেওয়া হয়।
শাহ্ জে. চৌধুরী বলেন, অর্থ খরচ করে জন্মদিন উদযাপনের পার্টি করার চাইতে শিশুদেরকে এই শীতে একটু উষ্ণতার ব্যবস্থা করাটা আমার কাছে অনেক বেশি মানবিক ও যৌক্তিক মনে হয়েছে। তাছাড়া এই যে আজ আমার সন্তানের জন্মদিন, এই শিশুরাও তো কারও না কারও সন্তান। আমার মেয়ের জন্মদিনে একজন বাবা হিসেবে এসব সন্তানদের জন্যে এই উপহার।
শীতবস্ত্র উপহার বিতরণের আয়োজনের সার্বিক ব্যবস্থাপনা ও তত্ত্বাবধানের দায়িত্বে ছিলেন রূপসী বাংলা ও দ্য জেনারেশন পত্রিকার নির্বাহী সম্পাদক মুবিন খান,নিউ ইয়র্ক ভিত্তিক ইংরেজি ভাষার সাপ্তাহিক দ্য জেনারেশন পত্রিকার সম্পাদক পরিষদের সদস্য শান্তা ইসলাম, তার সঙ্গে সহযোগিতায় ছিলেন ব্যবসায়ী আব্দুল বাসেত রাসেল, দাউদপুর গ্রামের পক্ষ থেকে স্থানীয় সাখাওয়াত হোসেন খান লিটন, রত্না খান, হামিদুল্লাহ, শ্যামল খান প্রমুখ।