বাংলা চ্যানেল পঞ্চম বর্ষে পদার্পণ করল আজ
ভালোবাসার চার বছর পূর্ণ করে ১ মার্চ পঞ্চম বর্ষে পদার্পণ করল নিউ ইয়র্ক ভিত্তিক জনপ্রিয় টেলিভিশন চ্যানেল ‘বাংলা চ্যানেল’। ‘কোটি প্রাণ একসাথে’- স্লোগান নিয়ে পেশাদারিত্বের সঙ্গে আকর্ষণীয় অনুষ্ঠান প্রচার করাবার মাধ্যমে নিউ ইয়র্ক থেকে বাংলাদেশ অবধি মানুষের আস্থা অর্জন করেছে বাংলা চ্যানেল।
বর্তমান তথ্যপ্রযুক্তির এই যুগে পুরো বিশ্বজুড়েই বিশাল প্রতিযোগিতার মুখোমুখি গণমাধ্যম। দর্শকের রুচি ও বহুমুখী চাহিদাকে মাথায় রেখে গেল চার বছর ধরে এই প্রতিযোগিতায় শামিল রয়েছে বাংলা চ্যানেল। প্রচারিত অনুষ্ঠানে বৈচিত্র্য আনতে প্রতিনিয়ত নিরলস কাজ করে চলেছে বাংলা চ্যানেলের নিউ ইয়র্ক ও ঢাকা অফিসের সকল কর্মী। দর্শকদের আকাঙ্ক্ষাকে প্রাধান্য দিয়ে একগুচ্ছ অনুষ্ঠান প্রচার করছে চ্যানেলটি।
প্রতিষ্ঠালগ্ন থেকে বস্তুনিষ্ঠভাবে সংবাদ তুলে ধরার চেষ্টা করছে টেলিভিশন চ্যানেলটি। নাগরিক ভোগান্তি ও উন্নয়নের অগ্রযাত্রাকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার পাশাপাশি অনিয়ম ও দুর্নীতির খবর তুলে ধরছে বাংলা চ্যানেল। অনলাইন, ইউটিউব থেকে ফেসবুক সব জয়গায় সক্রিয় চ্যানেলটি।
প্রসঙ্গত, সার্বক্ষণিক মানুষের পাশে থাকার অঙ্গিকার নিয়ে মুক্তিযুদ্ধের চেতনাকে ধারণ করে ২০১৮ সালের ১৬ জুলাই আনুষ্ঠানিকভাবে কার্যক্রম শুরু করে বাংলা চ্যানেল। এর প্রতিষ্ঠাতা নিউ ইয়র্কের শাহ্ ফাউন্ডেশনের ফাউন্ডার ও প্রেসিডেন্ট শাহ্ জে. চৌধুরী, কো ফাউন্ডার ও সিইও ফৌজিয়া জে. চৌধুরী। বোর্ড অব ডিরেক্টরসরা হলেন, একেএম ফজলুল হক, মঈনুল ইসলাম, ফাহাদ সোলায়মান এবং ময়নু জামান চৌধুরী।