বাংলাদেশে করোনাভাইরাসে গার্মেন্টস মালিক মারা গেছেন
বাংলাদেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন এক পোশাক কারখানার মালিক।
বৃহস্পতিবার বিকালে রাজধানীর কুয়েত বাংলাদেশ মৈত্রী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
বিজিএমইএ সভাপতি ড. রুবানা হক তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।
কুয়েত মৈত্রী হাসপাতালের প্রশাসনিক কর্মকর্তা আলিমুজ্জামান জানিয়েছেন, গতকাল বুধবার ওই হাসপাতালে ভর্তি করা হয়েছিল তাকে।
দুপুরে করোনা ভাইরাস নিয়ে এক ব্রিফিংয়ে আইইসিডিআর জানায়, গত ২৪ ঘণ্টায় নতুন করে ১১২ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। মারা গেছেন ১ জন।
এ নিয়ে দেশে করোনায় আক্রান্তের সংখ্যা হলো ৩৩০। আর মৃতের সংখ্যা ২১ জন হয়েছে।◉