বাংলাদেশে ভারত থেকে ১০ ট্রাক বিস্ফোরক আমদানি
ভারত থেকে ১২০ মেট্রিক টন বিস্ফোরক আমদানি করা হয়েছে। বেনাপোল বন্দর দিয়ে দেশটির নাগপুর থেকে ১০টি ট্রাকে এ বিস্ফোরক আসে।
বুধবার বিকেলে দিনাজপুরের মধ্যপাড়া গ্রানাইট মাইনিং কোম্পানি লিমিটেড এগুলো আমদানি করে।
বন্দর কর্তৃপক্ষ জানায়, ১ লাখ ৯৪ হাজার ৯১৮ মার্কিন ডলার মূল্যের ১২০ মেট্রিক টন ওজনের বিস্ফোরক দ্রব্য আমদানি করা হয়। এগুলোর বাংলাদেশি মূল্য ১ কোটি ৬৫ লাখ ৬৮ হাজার টাকা। চালানটি খালাস নেওয়ার জন্য সকালে প্রয়োজনীয় কাগজপত্র কাস্টমসে জমা দেন এএস ইন্টারন্যাশনাল নামে এক সিঅ্যান্ডএফ এজেন্ট।
বেনাপোল বন্দরের উপ-পরিচালক (ট্রাফিক) মামুন কবির তরফদার জানান, খনন কাজ পরিচালনার জন্য এই বিস্ফোরক দ্রব্য আমদানি করা হয়েছে। চালানটি খালাসের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে। এছাড়া খালাসের স্থানে নিরাপত্তা ব্যবস্থাও জোরদার করা হয়েছে।❐