‘বাড়ি গিয়ে করোনার বিরুদ্ধে লড়াই কর’: যুক্তরাষ্ট্রের যুদ্ধজাহাজকে চীন
নিজেদের জলসীমা থেকে যুক্তরাষ্ট্রের একটি যুদ্ধজাহাজ সরিয়ে দিয়েছে চীনের নৌবাহিনী। মঙ্গলবার চীনের সেনা মুখপাত্র এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেছেন, অন্যের জলসীমায় এসে অশান্তি সৃষ্টি না করে নিজ দেশে করোনাভাইরাসের বিরুদ্ধে লড়াই করা উচিত যুক্তরাষ্ট্রের নৌসেনাদের।
চীনের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম গ্লোবাল টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের মিসাইল বিধ্বংসী যুদ্ধজাহাজ ইউএসএস ব্যারি দক্ষিণ চীন সাগরের জিশা দ্বীপপুঞ্জের কাছে চলে আসে।
এই দ্বীপপুঞ্জটিকে চীন নিজের বলে দাবি করে। এরপরই চীনের পিপলস্ লিবারেশন আর্মির (পিএলএ) নৌবাহিনী যুদ্ধবিমান ও যুদ্ধজাজাজের সহায়তায় যুক্তরাষ্ট্রের যুদ্ধজাহাজটি সরিয়ে দেয়।
পিএলএর সাউদার্ন থিয়েটার কমান্ডের জ্যেষ্ঠ কর্নেল লি হুয়ামিন এক বিবৃতিতে বলেন, যুক্তরাষ্ট্রের উস্কানিমূলক এসব কার্যক্রমে আন্তর্জাতিক আইন ও নিয়মের সুস্পষ্ট লঙ্ঘন। তারা চীনের সার্বভৌমত্ব ও নিরাপত্তার স্বার্থ লঙ্ঘন করেছে।
কর্নেল লি আরও বলেন, যুক্তরাষ্ট্রের আগ্রাসী এ কাজের জন্য একটা দুর্ঘটনা ঘটে যেতে পারত।
যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে অবশ্য এ বিষয়ে কোনও মন্তব্য পাওয়া যায় নি।
সম্প্রতি কোভিড-১৯ বা করোনাভাইরাসের বিস্তার নিয়ে দ্বন্দ্বে জড়িয়েছে যুক্তরাষ্ট্র ও চীন। ভাইরাসটি বিশ্বব্যাপী ছড়িয়ে পড়ার জন্য যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বেইজিংকে দায়ী করছেন। তবে বেইজিং এ অভিযোগ অস্বীকার করে আসছে।◉