বিএডিভির বাংলা বর্ষবরণ
ফিলাডেলফিয়ার প্রথম বৃহত্তর ও ঐতিহ্যবাহী সংগঠন বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ডেলোয়ার ভ্যালী বাংলা নতুন বছরকে বরণ করেছে।
গেল শনিবার (৪ মে) ফিলাডেলফিয়ার স্টেটসন মিডল স্কুল মিলনায়তনে দিনব্যাপী বর্ণাঢ্য এই আয়োজনে বৈশাখী উৎসবের আয়োজন করা হয়। অনুষ্ঠানটি উদ্বোধন করেন মেলবোর্ন বোরো মেয়র মাহবুবুল আলম তৈয়ব ও বিএডিভির বর্তমান সভাপতি ফারহানা আফরোজ পাপিয়া। এসময় প্রাক্তন সভাপতিরাসহ বর্তমান কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
উৎসবের মূল পর্ব সাংস্কৃতিক অনুষ্ঠানের শুরুতেই শুভেচ্ছা বক্তব্য রাখেন আহ্বায়ক শাহিদা আফরোজ নিপু। উদ্বোধনী বক্তব্যে রাখেন সভাপতি ফারহানা আফরোজ পাপিয়া। বৈশাখী আবাহন আলোচনা করেন সুস্মিতা গুহ রায়।
অনুষ্ঠানে ফিলাডেলফিয়া সিটি অব লার্জ এর কাউন্সিল উইমেন ড. নিনা আহমেদ এবং পেনসিলভেনিয়া গভর্নর এর সেক্রেটারী অব পলিসি প্লানিং আকবর হোসেনকে সংবর্ধনা দেওয়া হয়।
উৎসবে শিশুদের চিত্র প্রতিযোগিতায় তিনটি গ্রুপে ৩৮ জন ও বৈশাখী পিঠা প্রতিযোগিতায় রকমারি পিঠা নিয়ে ১১ জন প্রতিযোগী অংশগ্রহণ করে। এছাড়া উৎসবে বাংলাদেশী পোশাক, গহনা, বইসহ খাবারের স্টল নজর কাড়ে। স্টল থেকে সম্পূর্ণ বিনামূল্যে বই বিতরণ করা হয়।