বিশ্বে মারা গেছেন সাড়ে ৮৮ হাজারের বেশি মানুষ
বিশ্বে এখন পর্যন্ত করোনাভাইরাসে মারা গেছেন ৮৮ হাজার ৫০২ জন। আক্রান্ত হয়েছেন ১৫ লক্ষ ১৮০ হাজার ৭১৯ জন মানুষ।
করোনা সংক্রমণ ভয়াবহ গতিতে বাড়ছে যুক্তরাষ্ট্রে। সেখানে পুরো দেশ জুড়ে করোনায় আক্রান্তের সংখ্যা এখন চার লক্ষ ৩৫ হাজার ১২৮ জন। এখন পর্যন্ত যুক্তরাষ্ট্র মৃতের সংখ্যা স্পেনকে অতিক্রম করেছে। সেখানে মারা গেছেন ১৪ হাজার ৭৯৫জন। স্পেনে মারা গেছে ১৪ হাজার ৭৯২ জন।
তবে এখনও পর্যন্ত করোনার হানায় সবচেয়ে বেশি মৃত্যু ইটালিতে। সেখানে ১৭ হাজার ৬৯৯জন মানুষ মারা গেছেন।
করোনায় ফ্রান্সে আক্রান্ত হয়েছেন ১ লিক্ষ ১২ হাজার ৯৫০ জন। মারা গেছেন ফ্রান্সে ১০ হাজার ৮৬৯ জন মানুষ।
যুক্তরাজ্যে ৭ হাজার ৯৭ জন মারা গেছেন। জার্মানিতে মৃতের সংখ্যা ২ হাজার ৩৪৯ জন। কিন্তু সংক্রমণের গতি ভয়াবহ, ১ লক্ষ ৩ হাজার ২৯৬ জন।
এদিকে বুধবার টানা ৭৬ দিন পর লকডাউন উঠেছে চীনের হুবেই প্রদেশের উহান থেকে। গত বছরের নভেম্বরের শেষাশেষি কোভিড-১৯ নামে এই ভাইরাস প্রথম হানা দিয়েছিল এই উহানেই। লকডাউন উঠতেই আটকে পড়া পর্যটকরা উহান ছাড়তে শুরু করেছেন।◉