ভারত বাংলাদেশে পেঁয়াজ রপ্তানির কথা ভাবছে
বাংলাদেশের আমদানিকারকদের এলসি করা পেঁয়াজ সরবরাহের উপায় নিয়ে ভারতীয় কর্তৃপক্ষ ভাবছে বলে তথ্য দিয়েছে হিন্দুস্তান টাইমস।
গত সোমবার ভারতীয় কর্তৃপক্ষ আকস্মিকভাবে পেঁয়াজ রপ্তানি বন্ধের ঘোষণা দেয়। এর আগেই অনেক বাংলাদেশি ব্যবসায়ীরা পেঁয়াজ আমদানির জন্য এলসি করেছিলেন। তাদের সেই আমদানি প্রক্রিয়াও স্থগিত করে দেয় ভারতীয় কর্তৃপক্ষ। এছাড়া নিষেধাজ্ঞার আগেই বাংলাদেশের উদ্দেশে পাঠানো পেঁয়াজবাহী ট্রাকগুলো গত কয়েক দিন ধরে সীমান্তে আটকে রাখা হয়েছে।
ভারত সরকারের পেঁয়াজ রপ্তানি বন্ধের ঘোষণার পর বাংলাদেশের বাজারে এই নিত্যপণ্যের দাম বেড়ে যায়। এর পরিপ্রেক্ষিতে মঙ্গলবার ঢাকার পররাষ্ট্র মন্ত্রণালয় ভারতীয় হাই কমিশনের কাছে অনানুষ্ঠানিক অভিযোগ জানায়। নয়া দিল্লিতে বাংলাদেশি মিশনও ভারতীয় কর্মকর্তাদের কাছে এ ব্যাপারে উদ্বেগের বিষয়টি জানিয়েছেন বলে নাম প্রকাশে অনিচ্ছুক কূটনৈতিক কর্মকর্তারা জানিয়েছেন।
গত জানুয়ারিতে পেঁয়াজ রপ্তানি বন্ধ না করতে নয়াদিল্লিকে অনুরোধ করেছিল ঢাকা। ওই সময় বলা হয়েছিল, রপ্তানি যদি বন্ধ করাও হয়, তবে আগে থেকে যেন জানিয়ে দেওয়া হয়। এক্ষেত্রে সেই বোঝাপড়া মানা হয়নি বলে দাবি বাংলাদেশের।
ভারতীয় কর্মকর্তাদের বরাত দিয়ে হিন্দুস্তান টাইমস জানিয়েছে, পেঁয়াজ নিয়ে বাংলাদেশের এই অভিযোগের সুরাহার বিষয়েটি ব্যক্তিগতভাবে গুরুত্বের সঙ্গে দেখছেন পররাষ্ট্র সচিব হর্ষ বর্ধন শ্রিংলা। এই সমস্যা সমাধানের প্রচেষ্টার সঙ্গে যুক্ত হয়েছেন তিনি।
বিষয়টির সঙ্গে সংশ্লিষ্ট এক কর্মকর্তা বলেছেন, ‘একটি উপায় হচ্ছে, নিষেধাজ্ঞার আগে পাইপলাইনে থাকা বাংলাদেশে ব্যবসায়ীদের আমদানির আদেশ দেওয়া সব পেঁয়াজ সরবরাহ করা। এ ব্যাপারে শিগগিরই সমাধান আসছে।’❐
হিন্দুস্তান টাইমস