ভারতীয় ভিসা নিয়ে সিঙ্গাপুর, কথিত ২ বাংলাদেশি গ্রেপ্তার
ভারতীয় ভিসা নিয়ে সিঙ্গাপুরে অবতরণকারী দুই কথিত বাংলাদেশিকে গ্রেপ্তার করেছে অভিবাসন বিষয়ক কর্মকর্তারা। শুক্রবার ওই দুই ব্যক্তি লিয়াকত আলী ও রিজাউল শেখ সিঙ্গাপুর চ্যাঙ্গি বিমানবন্দরে অবতরণ করেন। কিন্তু অভিবাসন বিষয়ক কর্মকর্তারা তাদেরকে ধরে ফেলেন এবং ফেরত পাঠান কেমপেগৌড়া আন্তর্জাতিক বিমানবন্দরে (কেআইএ)।
এর আগেই সংশ্লিষ্ট দেশকে বিষয়টি জানানো হয়। এ খবর দিয়ে অনলাইন দ্য হিন্দু বলছে, কেআইএ কর্মকর্তারা ওই দুই ব্যক্তিকে আটক করে। তাদেরকে ফেরত পাঠানোর পর শুক্রবার ব্যাঙ্গালোরে বিমান অবতরণ করতেই গ্রেপ্তার করা হয়েছে। প্রাথমিক তদন্তে জানা গেছে, তারা ভারত-বাংলাদেশ সীমান্তের স্পর্শকাতর অংশ দিয়ে ভারতে প্রবেশ করেন এবং বিভিন্ন শহরে অবস্থান করতে থাকেন।
এ সময়ে তারা এজেন্টের মাধ্যমে অবৈধ উপায়ে ভারতীয় পাসপোর্ট পেয়ে যান। পেয়ে যান বৈধ আইডি কার্ড, যা তাদেরকে পাসপোর্টের জন্য আবেদন করতে সহায়তা করেছে। ওই দুই বাংলাদেশিকে ফরেনার্স অ্যাক্টের অধীনে গ্রেপ্তার দেখিয়েছে পুলিশ। তাদের হেফাজতে নিয়ে চালাচ্ছে আরও তদন্ত।