ভারতে করোনাভাইরাস ভয়াবহ আতঙ্ক হয়ে উঠেছে
ভারতে করোনাভাইরাস ভয়াবহ আতঙ্ক হয়ে উঠেছে। বাড়ছে আক্রান্তের সংখ্যা। বাড়ছে মৃত্যু।
বুধবার সকাল পর্যন্ত ভারতে করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে হলো ৫৬২। দেশের বিভিন্ন প্রান্তে মারণ করোনার বলি এখনও পর্যন্ত ১১।
মধ্যপ্রদেশের নতুন করে ৫ করোনা আক্রান্ত রোগীর সন্ধান মিলেছে ইন্দোরে।
৫ জনের শরীরে মিলেছে মারণ ভাইরাস। তাদের প্রত্যেককে আইসোলেশনে রেখে চিকিৎসা করা হচ্ছে মধ্যপ্রদেশে।
আজ বুধবার সকাল পর্যন্ত করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ১৪।
অন্যদিকে করোনাভাইরাস মহারাষ্ট্রে ক্রমেই ভয়াবহ রূপ নিচ্ছে। মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে সংকটের এই পরিস্থিতিতে রাজ্যবাসীকে প্রশাসনের সঙ্গে সবরকম সহযোগিতা করার জন্য আবেদন জানিয়েছেন লকডাউন চলাকালীন যাতে কেউ ঘরের বাইরে না আবেদন সে ব্যাপারেও আবেদন জানিয়েছেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী।
কেরালায় বুধবার সকাল পর্যন্ত কেরালে ১০১ জন আক্রান্ত হয়েছেন। আক্রান্তদের সংস্পর্শে আসা বহু মানুষকে রাজ্যের বিভিন্ন হাসপাতালে আইসোলেশন ওয়ার্ডে রেখে রাখা হয়েছে।
রাজস্থানে আজ সকাল পর্যন্ত ৩৩ জন করোনা আক্রান্ত হয়েছেন। ওই ৩৩ জনের সংস্পর্শে আসা বাকিদেরও কোয়ারেন্টাইন রাখা হয়েছে।
বিহারে আক্রান্তের সংখ্যা বেড়ে এখন ৪ জন।
পাটনায় নতুন করে আরও একজন করোনা আক্রান্ত হয়েছেন। সম্প্রতি ২৯ বছরের যুবক গুজরাটের ভাব নগর থেকে পাটনায় ফেরেন।
করোনা ভাইরাসের আক্রমণ রুখতে চূড়ান্ত সর্তকতা জারি উত্তর-পূর্বের রাজ্যগুলোতে।
দেশের বাকি অংশের মতো এখনও পর্যন্ত উত্তর-পূর্বের রাজ্যগুলোয় করোনা পরিস্থিতি ভয়াবহ রূপ নেয় নি। যদিও মঙ্গলবার মণিপুরে আক্রান্ত এক তরুণীর হদিস মেলে।
পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য লকডাউন ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
লকডাউন চলাকালীন কোনও নাগরিককে ঘরের বাইরে না বেরুতে আবেদন করেছেন।
লকডাউন অমান্য করলে রাজ্যগুলোকে সংশ্লিষ্ট ব্যক্তির বিরুদ্ধে আইন মোতাবেক ব্যবস্থা নেওয়ার জন্য নির্দেশ দিয়েছেন নরেন্দ্র মোদী। ♦