ভারতে করোনাভাইরাসে আক্রান্ত দ্বিতীয় রোগী শনাক্ত
ভারতে করোনাভাইরাসে আক্রান্ত দ্বিতীয় রোগী শনাক্ত করা হয়েছে। রোববার দেশটির কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক জানিয়েছে, নোবেল করোনাভাইরাসের পজিটিভ দ্বিতীয় রোগীর সন্ধান মিলেছে কেরালায়।
এনডিটিভি জানায়, করোনাভাইরাসে আক্রান্ত ব্যক্তি চীন সফর করেছেন। তাকে বিশেষ পর্যবেক্ষণে রাখা হয়েছে।
চিনের উহান শহর থেকে ছড়িয়েছে এই ভাইরাস। দ্রুত ছড়িয়ে পড়া প্রাণঘাতী নভেল করোনাভাইরাসে মৃতের সংখ্যা ৩০০ ছাড়িয়েছে। এখন পর্যন্ত এই ভাইরাসে আক্রান্ত হয়ে শুধু চীনেই মৃত্যু হয়েছে অন্তত ৩০৪ জনের। চীনসহ প্রায় ২০টি দেশে এই ভাইরাস আক্রান্ত রোগীর খোঁজ পাওয়া গেছে।
বিশ্বব্যাপী জরুরি অবস্থা জারি হয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। ইতোমধ্যে এয়ার ইন্ডিয়ার দুটি বিমান চীনে আটকে পড়া ভারতীয়দের দেশে ফিরিয়ে এনেছে।
নয়াদিল্লির বিশেষ স্বাস্থ্য শিবিরে তাদের পর্যবেক্ষণে রাখা হয়েছে। জানা গেছে, করোনাভাইরাসে আক্রান্ত দ্বিতীয় রোগী গত ২৪ জানুয়ারি দেশে ফিরেছেন।
স্বাস্থ্য মন্ত্রক সূত্রে জানা গেছে, করোনাভাইরাসে আক্রান্ত প্রথম ভারতীয় একজন ছাত্রী। চীনের ভাইরাস আক্রান্ত উহান শহরেই থাকতেন তিনি। দেশে ফিরে ওই শিক্ষার্থী ত্রিশূরের এক হাসপাতালে গলাব্যাথা নিয়ে ভর্তি হয়েছিলেন। তারপরেই বিশেষ পর্যবেক্ষণের পর ধরা পড়ে সেই ছাত্রী আক্রান্ত।
এ বিষয়ে কেরালার স্বাস্থ্যমন্ত্রী কেকে শৈলজা বলেছেন, আমরা কোনও ঝুঁকি নিতে চাইছি না। তাই সন্দেহভাজনদের পর্যবেক্ষণে রাখা হয়েছে। চীন থেকে যারা এ রাজ্যে ফিরছেন, তাদের বলা হয়েছে স্বাস্থ্য দপ্তরে যোগাযোগ করতে।
সম্ভাব্য আক্রান্ত হিসেবে দিল্লি ও মুম্বইয়ের একাধিক শহরে বিশেষ পর্যবেক্ষণে রাখা হয়েছে সন্দেহভাজনদের। স্বাস্থ্য মন্ত্রক বিবৃতি জারি করে বলেছে, ১ জানুয়ারি থেকে ২৫ জানুয়ারি পর্যন্ত যারা চীন থেকে দেশে ফিরেছেন, তারা নিকটবর্তী স্বাস্থ্যকেন্দ্রে গিয়ে যোগাযোগ করুন।