ভারতে পিপিই পরে স্বর্ণের দোকানে চুরি! (ভিডিও)
করোনার আবহে অভিনব চুরির ঘটনা ঘটেছে ভারতের মহারাষ্ট্রে।
ব্যক্তিগত সুরক্ষা সরঞ্জাম বা পিপিই কিট পরে মহারাষ্ট্রের সাতারা জেলার এক গয়নার দোকানে ঢুকে পড়ে চোরের দল।
সেখান থেকে ৭৮০ গ্রাম সোনা নিয়ে নিয়ে পালিয়ে যায় চোরের দল।
পুলিশ তদন্তের জন্য গয়নার দোকান থেকে সিসিটিভি ফুটেজ সংগ্রহ করেছে। এতেই ধরা পড়ে চোরদের অভিনব কৌশল।
শোকেস এবং আলমারি থেকে কিছু সোনার গয়না চুরি করে নিয়ে গেছে বলে ফুটেজ দেখে পুলিশ জানিয়েছে।
লকডাউন চলাকালীন দু দিনের পুরনো এই ঘটনার ফুটেজে দেখা গেছে চোরের দল টুপি, মুখোশ, প্লাস্টিকের জ্যাকেট এবং হাতে গ্লাভস পরে শোকেস থেকে গয়না চুরি করছে।
পুলিশ জানিয়েছে, গয়নার দোকান মালিকের অভিযোগের পরে থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। মালিকের অভিযোগ, দোকানের দেয়াল ভেঙে ভিতরে ঢোকে চোরেরা ৭৮০ গ্রাম ওজনের সোনার গহনা নিয়ে গেছে।⛘
😂😂😂😂 Modern day thieves..
3 thieves wearing PPE kits stole gold worth rupees 20 lakh from satara. that gold shop was near containment zone. pic.twitter.com/RXlSQFMIxj
— आलू बोंडा (@ek_aalu_bonda) July 7, 2020