ভারতে মাওবাদীদের সঙ্গে পুলিশের ব্যাপক গোলাগুলি, নিহত ২৬
ভারতের মহারাষ্ট্রের গাদচিরোলি জেলায় পুলিশের সঙ্গে গোলাগুলিতে ২৬ জন মাওবাদী নেতাকর্মী নিহত হয়েছেন। মুম্বাই থেকে ৯০০ কিলোমিটার থেকে দূরে অবস্থিত ওই জেলা। শনিবার (১৩ নভেম্বর) এখবর দিয়েছে ভারতীয় গণমাধ্যম এনডিটিভি।
প্রতিবেদনে বলা যায়, জেলার পুলিশ সুপার অঙ্কিত গোয়েল বলেছেন, আমরা এখন পর্যন্ত ২৬ জন নকশালের মরদেহ উদ্ধার করেছি। মর্দিনটোলা বনাঞ্চলের কোরচিতে বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে। এই এলাকায় তল্লাশি চালাচ্ছিলো সি-৬০ পুলিশ কমান্ডো দল।
কর্মকর্তারা আগে জানিয়েছিলেন, চার পুলিশ সদস্যও এই গোলাগুলিতে গুরুতর আহত হয়েছেন। চিকিৎসার জন্য তাদের একটি হেলিকপ্টারে করে নাগপুরে নিয়ে যাওয়া হয়েছে।