ভারতের মহরাষ্ট্রের রাস্তায় প্রবল বৃষ্টির পর রাস্তায় হাঁটছে কুমির!
অবিরাম বৃষ্টিতে কয়েকদিন ধরেই ভিজছে জেলা। এর মধ্যেই দেখা গেল বর্ষণমুখর রাতের রাস্তায় হেঁটে বেড়াচ্ছে একটি বিশাল কুমির। আর দৃশ্যটি দেখে চোখ কপালে উঠেছে নেটিজেনদের। ঘটনাটি ভারতের মহরাষ্ট্রের রত্নাগিরি জেলার। সোমবার (১ জুলাই) এ তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।
প্রতিবেদনে বলা হয়, ভারী বৃষ্টির পর উপকূলীয় জেলা রত্নাগিরির রাস্তায় একটি বিশাল কুমিরকে হাঁটতে দেখে ভিডিও করেছেন গাড়িতে বসে থাকা এক যাত্রী। ভাইরাল হওয়া সেই ভিডিওতে দেখা যায় রত্নাগিরির চিপলুনের রাস্তায় হাঁটছে কুমিরটি। ধারণা করা হচ্ছে এটি পাশের শিব নদী থেকে রাস্তায় চলে এসেছিল। নদীটি কুমিরের আবাসস্থল হিসেবে পরিচিত।
এ ঘটনায় এলাকাবাসীকে কুমির সম্পর্কে সাবধান করে দেওয়া হয়েছে। এছাড়াও কোথাও কুমির দেখতে পেলে খবর দিতে বলা হয়েছে কর্তৃপক্ষকে। আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে জানানো হয়েছে, রত্নাগিরি জেলায় আগামী ২ জুলাই পর্যন্ত বৃষ্টিপাত অব্যাহত থাকবে। ইতোমধ্যে ভারী বর্ষণের কারণে জেলার নদ-নদীতে পানির স্তর বেড়ে গেছে।