মারা গেলেন ‘দ্য অ্যাভেঞ্জার্স’ তারকা ডায়ানা রিগ
‘গেম অব থ্রোনস’ এবং ‘দ্য অ্যাভেঞ্জার্স’ তারকা ডায়ানা রিগ মারা গেছেন। তার বয়স হয়েছিল ৮২ বছর। ব্রিটেনের কিংবদন্তি এই অভিনয় শিল্পী ক্যানসারে আক্রান্ত ছিলেন।
রিগের মেয়ে অভিনেত্রী রাচেল স্টার্লিংকে উদ্ধৃত করে ব্রিটিশ গণমাধ্যম দ্য সান জানিয়েছে, ছয় মাস ক্যানসারের সঙ্গে লড়াই করে বৃহস্পতিবার স্থানীয় সময় সকালে নিজের বাড়িতে ‘শান্তিতে’ পৃথিবীর মায়া ত্যাগ করেন তিনি।
‘আমার প্রিয় মা সকালের দিকে ঘুমের ভেতর মারা গেছেন। পরিবারের সবাই তার পাশে ছিলেন,’ জানিয়ে রাচেল বলেন, ‘গত মার্চে মায়ের ক্যানসার ধরা পড়ে।’
‘গেম অব থ্রোনস’-এর জনপ্রিয় চরিত্র লেডি ওলেন্না টাইরেল করার বেশ আগে ডায়ানা রিগ হয়েছিলেন বন্ডগার্ল। ১৯৬৯ সালের ‘অন হার ম্যাজিস্টিস সিক্রেট সার্ভিস’-এ তিনি ছিলেন ট্রেসি বন্ড। এরও আগে ১৯৬১ সালে ব্রিটিশ টিভি সিরিজ ‘দ্য অ্যাভেঞ্জার্স’-এও দেখা গেছে। তা ছাড়া ‘এভিল আন্ডার দ্য সান’, ‘জুলিয়াস সিজার’ বা ‘দ্য গ্রেট মাপেট কেপার’-এর মতো জনপ্রিয় ও দর্শকনন্দিত ছবিগুলোতেও দেখা গেছে তাকে।
মেধাবী এই অভিনেত্রী ‘মাদার লাভে’ অভিনয়ের জন্য ১৯৯০ সালে বাফটা টিভি অ্যাওয়ার্ড জয় করেন। ২০০০ সালে পান বাফটা স্পেশাল অ্যাওয়ার্ড।❐