যুক্তরাষ্ট্রে দাবানলে পুড়েছে শতশত ঘরবাড়ি, ৭ জনের মৃত্যু
যুক্তরাষ্ট্রের পশ্চিমাঞ্চলে দাবানলে বুধবার শতশত ঘরবাড়ি পুড়ে গেছে। আকাশ ভয়ঙ্ককরভাবে কমলা বর্ণ ধারণ করেছে ।
এতে অনেক লোকের মৃত্যুর আশঙ্কার ব্যাপারে কর্মকর্তারা সতর্কতা জারি করেছেন।-খবর বাসসের
তারা বলেন, আগুনে অন্তত ৬ জনের মৃত্যু হয়েছে। অনেক জায়গায় উদ্ধারকর্মী পৌঁছানো অসম্ভব হয়ে পড়ায় আগামী কয়েক দিনে আরো মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে।
অরেগনের গভর্নর কেট ব্রাইন বলেছেন, এখানে অন্তত ৫টি শহর ধ্বংস হয়ে গেছে, ব্যাপকভাবে লোকদের অঙ্গরাজ্যের উত্তরপশ্চিমাঞ্চলে সরিয়ে নেয়া হয়েছে।
তিনি আরও বলেন, রাজ্যের ইতিহাসে দাবানলের কারণে এটি সবচেয়ে বেশি প্রাণ ও সম্পদহানির ঘটনা হয়ে উঠতে পারে।
প্রতিবেশী ক্যালিফোর্নিয়া ও ওয়াশিংটন অঙ্গরাজ্যে তীব্র শুষ্ক বায়ু ও তাপপ্রবাহের কারণে সপ্তাহান্তের পর থেকে দাবানল ছড়িয়ে পড়েছে।❏