যুক্তরাষ্ট্রে বেবী নাজনীন করোনায় আক্রান্ত
কিডনি সমস্যাজনিত অসুস্থতার কারণে গত ১৮ নভেম্বর যুক্তরাষ্ট্রের নিউ জার্সি অঙ্গরাজ্যের প্যাটারসনের একটি হাসপাতালে ভর্তি হয়েছেন বিশিষ্ট সঙ্গীতশিল্পী বেবী নাজনীন।
শুক্রবার সেখানে তার করোনাসহ বেশ কিছু টেস্ট করেন চিকিৎসকরা। একদিন পর তার করোনা টেস্ট রিপোর্টে পজিটিভ ফল এসেছে।
গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন এই কণ্ঠশিল্পীর ছোট ভাই এনাম সরকার।
বেবী নাজনীন বর্তমানে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর জাতীয় নির্বাহী কমিটির সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদকের দায়িত্ব পালন করছেন।
বছরের বেশিরভাগ সময় তিনি আমেরিকাসহ বিশ্বের বিভিন্ন দেশে স্টেজ শো নিয়েই ব্যস্ত থাকেন। তবে করোনাভাইরাসের কারণে গত নয় মাস স্টেজ শো থেকে বিরত রয়েছেন। ❐