Our Concern
Ruposhi Bangla
Hindusthan Surkhiyan
Radio Bangla FM
Third Eye Production
Anuswar Publication
Ruposhi Bangla Entertainment Limited
Shah Foundation
Street Children Foundation
November 22, 2024
হেডলাইন
Homeপ্রধান সংবাদযুক্তরাষ্ট্রে শক্তিশালী ঘূর্ণিঝড়ে ২৫ জন নিহত, ব্যাপক ক্ষয়ক্ষতি

যুক্তরাষ্ট্রে শক্তিশালী ঘূর্ণিঝড়ে ২৫ জন নিহত, ব্যাপক ক্ষয়ক্ষতি

যুক্তরাষ্ট্রে শক্তিশালী ঘূর্ণিঝড়ে ২৫ জন নিহত, ব্যাপক ক্ষয়ক্ষতি

মার্কিন যুক্তরাষ্ট্রে শক্তিশালী ঘূর্ণিঝড়ে অন্তত ২৫ জন নিহত ও বহু আহত হয়েছেন। এছাড়া ব্যাপক ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে।
 
যুক্তরাষ্ট্রের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় শহর ন্যাশভিল, টেনেসি এবং আশেপাশের এলাকায় স্থানীয় সময় মঙ্গলবার সকালে আঘাত হানে এই ঘূর্ণিঝড়। 
 
বজ্রপাতে বিদ্যুতের ঝলকানি ও ভবনগুলো ধ্বংসস্তূপে পরিণত হওয়ার চিত্র ধরা পড়েছে ভিডিওতে। জরুরি বিভাগের কর্মকর্তারা জানিয়েছেন, ন্যাশভিল জুড়ে কমপক্ষে ৪০টি কাঠামো ভেঙে গেছে। তারা ক্ষতিগ্রস্ত বাসিন্দাদের জন্য অস্থায়ী জরুরি আশ্রয়কেন্দ্র স্থাপন করেছেন।

মঙ্গলবার শহরের স্কুলগুলো বন্ধ করে দেওয়া হয়েছে। পশ্চিম ন্যাশভিলের একটি ছোট্ট পৌর বিমানবন্দরের বেশ কয়েকটি হ্যাঙ্গার ধ্বংস হয়েছে।

 
ঘূর্ণিঝড়টি প্রথম ন্যাশভিলের প্রায় ১৬০ কিলোমিটার পশ্চিমে অবস্থিত ছোট্ট শহর কেমডেনের কাছে আঘাত হানে। সেখানে কয়েকজন হতাহত হন।

এরপর ঘূর্ণিঝড়টি ১৪০কিলোমিটার পূর্বে অবস্থিত ছোট্ট শহর কুকভিলে আঘাত হানে যেখানে আরও মানুষ নিহত হন।

 
ঘূর্ণিঝড়টি টেনেসিতে ডেমোক্র্যাট দলের প্রার্থী বাছাইয়ের ভোটাভুটির ওপর প্রভাব ফেলেছে। ভোটগ্রহণ এক ঘণ্টা দেরিতে শুরু হয়েছে।

সুপার টিউসডে নামে খ্যাত এই ভোটাভুটিতে যে ১৪টি রাজ্য অংশ নিচ্ছে তার মধ্যে টেনেসি অন্যতম। ♦

 
এবিসি নিউজ
 
 
Share With:
Rate This Article
No Comments

Leave A Comment