যুক্তরাষ্ট্রে সুপ্রিম কোর্টের নতুন বিচারপতির মনোনয়ন আগামী সপ্তাহে দেবেন ট্রাম্প
প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আগামী এক সপ্তাহের মধ্যে সুপ্রিম কোর্টের সদ্য প্রয়াত বিচারপতি রুথ ব্যাডার গিন্সবার্গের স্থলে নতুন এক জনকে মনোনয়ন দেবেন। তার মনোনয়ন দেওয়া বিচারপতি নারী হবেন বলে শনিবার জানিয়েছেন তিনি।
দীর্ঘদিন ক্যান্সারে ভুগে শুক্রবার মারা গেছেন বিচারপতি গিন্সবার্গ। তার মৃত্যুর ফলে একই মেয়াদে ট্রাম্প সুপ্রিম কোর্টে তৃতীয় বিচারপতি নিয়োগের সুযোগ পাচ্ছেন। এর ফলে দেশটির সর্বোচ্চ আদালতে রক্ষণশীলরা সংখ্যাগরিষ্ঠ হয়ে পড়বে। স্বভাবতই এতে সুপ্রিম কোর্টে ক্ষমতার ভারসাম্য নষ্ট হবে বলে আশঙ্কা ডেমোক্রেটদের।
শনিবার নর্থ ক্যারোলিনাতে নির্বাচনী র্যালিতে ট্রাম্প মঞ্চে ওঠার আগে তার সমর্থকরা ‘ওই পদ পূরণ করুন’ স্লোগান দেয়। পরে ট্রাম্প তার ভাষণে বলেন, ডেমোক্রেটদের অভিযোগ সত্ত্বেও তিনি তার নির্বাচিতকে মনোনয়ন দেবেন।
তিনি বলেন, ‘আগামী সপ্তাহেই আমি একজনের নাম সামনে নিয়ে আসব। তিনি একজন নারীই হবেন। আমার মনে হয় একজন নারীই হওয়া উচিত, কেননা সত্যিকারার্থে আমি পুরুষদের চেয়ে নারীদেরই বেশি পছন্দ করি।’
মার্কিন প্রেসিডেন্ট জানান, গিন্সবার্গের স্থলাভিষিক্ত কাকে করবেন সে ব্যাপারে এখনও কিছু জানেন না তিনি।❐