লেবাননে বাংলাদেশি দুই শ্রমিকের মৃত্যু
মো. জুয়েল রানা লেবানন থেকে: লেবাননে একই দিনে দুই ঘন্টার ব্যবধানে মারা গেছেন বাংলাদেশের দুজন শ্রমিক। বুধবার সকালে বৈরুতের দাহিয়ায় আল-বুরুজে মো. কামাল হোসেন ও জুনি আধুনিসে মো. বিলাল হোসেন নামে আরেকজনের মৃত্যু হয়।
তাদের দুজনের দেশের বাড়ি কুমিল্লা জেলায় এবং দুজনই হৃদক্রিয়া বন্ধ হয়ে মারা গেছেন বলে জানা যায়।
কামাল হোসেন কুমিল্লা জেলার,দেবীদ্বার থানার, মোখসার গ্রামের মৃত আবদুল খালেকের ছেলে ও মো. বিলাল হোসেন কুমিল্লা জেলার সদর থানার নোয়াগ্রামের শরাফত আলীর ছেলে।
জানা যায়, নিহত কামাল প্রতিদিনের মতো ঘুম থেকে উঠে কাজে যাওয়ার তৈরি হওয়ার সময় বুকে ব্যাথা অনুভূত হয়। ব্যাথা বাড়তে থাকায় এক পর্যায়ে মাটিতে লুটিয়ে পড়েন। সহকর্মীরা স্থানীয় একটি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মৃত্যু হয়েছে বলে চিকিৎসক জানান।
অপরদিকে, নিহত বিলাল হোসেন নাস্তা আনতে বিল্ডিংয়ের ৬ তলা থেকে সিড়ি বেয়ে ৪ তলায় নামার পরই স্ট্রোক করেন। এই অবস্থায় তিনি প্রায় আধঘন্টা অচেতন অবস্থায় সিড়ির মেঝেতে পড়েছিলেন। পরে সহকর্মীরা অ্যাম্বুলেন্স ডেকে দ্রুত স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।
এদিকে, নিহত কামাল ও বিল্লালের মৃত্যুতে তাদের পরিবার ও সহকর্মীদের মাঝে শোকের ছায়া নেমে আসে। শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন লেবানন প্রবাসী শ্রমিক ইউনিয়ন ও বিভিন্ন সামাজিক, রাজনৈতিক দলের নেতৃবৃন্দরা। পাশাপাশি বাংলাদেশ দূতাবাসের কাছে অতিদ্রুত মরদেহ দুটি তাদের পরিবারের কাছে হস্তান্তর করার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে আবেদন জানান।
বাংলাদেশ দূতাবাসে শ্রম সচিব আব্দুল্লাহ আল মামুন কামাল হোসেন ও মো. বিলাল হোসেনের মৃত্যুর খবর নিশ্চিত করে বলেন,তারা দুজনেই হৃদক্রিয়া বন্ধ হয়ে মারা গেছেন।তাদের নথিপত্র হাতে পেয়েছি। যত দ্রুত সম্ভব লেবাননের আইনি প্রক্রিয়া শেষে তাদের লাশ দেশে তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হবে।