শাহ ফাউন্ডেশনের চতুর্থ রক্তদান কর্মসূচি সম্পন্ন
শাহ ফাউন্ডেশন নিউ ইয়র্কভিক্তিক একটি আর্তমানবতামূলক প্রতিষ্ঠান। প্রতিষ্ঠার পর থেকেই এই ফাউন্ডেশনের উদ্যোগে নিউ ইয়র্ক, বাংলাদেশ, ভারতসহ বিশ্বের অসহায় মানুষের কল্যাণে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। যেখানেই অসহায় মানুষ সেখানেই শাহ ফাউন্ডেশন তাদের হাত বাড়িয়ে দিয়েছে। সোজা কথা নিরন্ন মানুষের পাশে শাহ ফাউন্ডেশন, বন্যার্ত মানুষের পাশে শাহ ফাউন্ডেশন আবার রক্ত দান কর্মসূচিতেও শাহ ফাউন্ডেশন।
এই ফাউন্ডেশনের উদ্যোগে চতুর্থবারের মত রক্তদান কর্মসূচি সফলভাবে সম্পন্ন হয়েছে। এই কর্মসূচিতে সকল শ্রেণীপেশার মানুষ স্বত:স্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। বিশেষ করে প্রবাসী বাংলাদেশীদের পাশাপাশি ভিনদেশীরাও এই রক্তদান কর্মসূচিতে অংশগ্রহণ করেন। গত ১৫ আগস্ট নিউ ইয়র্কের ৭৩ স্ট্রিট জ্যাকসন হাইটসের নবান্ন রেস্টুরেন্টের সমানে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়। শাহ ফাউন্ডেশনের এই কর্মসূচিতে সহযোগিতায় ছিলেন নিউ ইয়র্ক ব্লাড সেন্টার, জ্যাকসন হাইটস এলাকাবাসী এবং লায়ন্স ক্লাব।
দুপুর ১টা ৩০ মিনিটে এই কর্মসূচির উদ্বোধন করেন নিউ ইয়র্কের এ্যাসেম্বলীম্যান স্টিভেন রাগা। এই সময় অতিথি হিসাবে উপস্থিত ছিলেন নিউ ইয়র্ক সিটি মেয়রের দক্ষিণ এশিয়া বিষয়ক উপেদেষ্টা ও শাহ্ ফাউন্ডেশনের পরিচালক ফাহাদ সোলায়মান, শাহ্ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও প্রেসিডেন্ট শাহ্ জে. চৌধুরী, শাহ গ্রুপের কো ফাউন্ডার ফৌজিয়া জে চৌধুরী, শাহ্ ফাউন্ডেশনের পরিচালক, বিশিষ্ট ব্যবসায়ী ও বীর মুক্তিযোদ্ধা একেএম ফজলুল হক, জালালাবাদ এসোসিয়েশন অব আমেরিকা ইনকের নব নির্বাচিত সভাপতি মইনুল ইসলাম, জালালাবাদ এসোসিয়েশনের কোষাধ্যক্ষ মইনুজ্জামান চৌধুরী, শাহ ফাউন্ডেশনের কো ফাউন্ডার এন্ড ট্রাস্ট্রি হোসনে আরা চৌধুরী, সাপ্তাহিক আজকাল সম্পাদক শাহ নেওয়াজ, সাপ্তাহিক দেশ পত্রিকার সম্পাদক মিজানুর রহমান, সাপ্তাহিক পরিচয় পত্রিকার সম্পাদক নাজমুল আহসান, সাপ্তাহিক সন্ধান পত্রিকার সম্পাদক সঞ্জীবন কুমার সরকার, ডিবিসি’র আমেরিকা প্রতিনিধি কানু দত্ত, জ্যাকসন হাইটস এলাকাবাসীর প্রেসিডেন্ট শাকিল মিয়া, প্রধান উপদেষ্টা নিজামুল হক, জ্যাকসন হাইটস এলাকাবাসীর সাধারণ সম্পাদক মোহাম্মদ আলম নমি, শো টাইম মিউজিকের প্রেসিডেন্ট আলমগীর খান আলম, লায়ন্স ক্লাবের সাবেক প্রেসিডেন্ট আহসান হাবিব, কম্যুনিটি এক্টিভিস্ট মামুন মিয়াজী, আফতাব জনি, জেবিবিএ’র যুগ্ম সাধারণ সম্পাদক মফিজুর রহমান, মিয়া মোহাম্মদ দুলাল, সোহেল গাজী, জাকির হোসেন বাচ্চু, জাহাঙ্গীর জয়, শাখাওয়াত বিশ্বাস, রূপসী বাংলার ইনফরমেশন টেকনোলজি প্রধান এমডি আব্দুল্লাহ আল নোমান, সাংস্কৃতিক ব্যক্তিত্ব আবু বিপ্লব, ফটো সাংবাদিক নিহার সিদ্দিকী প্রমুখ।
অ্যালবাম