সাউথ জার্সি মেট্রো আওয়ামী লীগের বিজয়ের সুবর্ণ জয়ন্তী উদযাপন
আটলান্টিক সিটি প্রতিনিধি: যুক্তরাষ্ট্রের নিউ জার্সি অঙ্গরাজ্যের সাউথ জার্সি মেট্রো আওয়ামী লীগ যথাযোগ্য মর্যাদায় বিজয় দিবসের সুবর্ণ জয়ন্তী উদযাপন করেছে ।
সংগঠনটির পক্ষ থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, দিনটি উপলক্ষে আটলান্টিক সিটির ফেয়ারমাউনট এভিনিউয়ের বাংলাদেশ কমিউনিটি সেন্টারের মিলনায়তনে গত ২১ ডিসেম্বর রাতে এক আলোচনা সভার আয়োজন করে। সভায় সমবেত কণ্ঠে বাংলাদেশের জাতীয় সঙ্গীত পরিবেশনের মাধ্যমে আলোচনা সভা সূচনা হয়। এরপর মহান মুক্তিযুদ্ধে শহীদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়।
সভাপতিত্ব করেন আওয়ামী লীগ নেতা আবদুর রফিক। সঞ্চালনার দায়িত্বে ছিলেন মো. আব্দুর রহিম। আলোচনা সভায় বক্তব্য রাখেন বোরহানউল্লাহ কাউসার, বেলালউদ্দীন , আব্দুল গফুর, শেখ কামাল মঞ্জু, ফারুক তালুকদার ও আটলান্টিক সিটি স্কুল বোর্ড সদস্য সুব্রত চৌধুরী।
বক্তারা একাত্তরের পরাজিত শত্রু, সাম্প্রদায়িক অপশক্তি এবং গণতন্ত্রের শত্রুদের রাজপথেই আবার পরাজিত করে মুক্তিযুদ্ধের চেতনায় উন্নত-সমৃদ্ধ বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণের দৃঢ় শপথের কথা ব্যক্ত করেন। তারা আরো বলেন, বঙ্গবন্ধু হত্যাকারী ও যুদ্ধাপরাধীদের বিচার হয়েছে, এখন রাজাকারমুক্ত বাংলাদেশ গড়ে তুলতে হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে বিভিন্ন ধরনের ষড়যন্ত্রের ব্যাপারে মুজিব সৈনিকদের সর্বদা সজাগ থাকার আহবান জানান। শিশু-কিশোরদেরকে মুক্তিযুদধের সঠিক ইতিহাস সম্পর্কে জানানোর জন্য অভিভাবকদের প্রতি আহবান জানান।