সেনা মুখপাত্রকে ইমরান: রাজনীতিতে নেমে পড়ছেন না কেন
সেনাবাহিনীর বিরুদ্ধে দেশের রাজনীতিতে নগ্ন হস্তক্ষেপের অভিযোগ করেছেন পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান। বলেছেন, তার বিরুদ্ধে সেনাবাহিনীর পক্ষ থেকে যেসব সমালোচনা করা হয়েছে, তার অধিকার তাদের নেই। ক্ষুব্ধ ইমরান বলেন, এর চেয়ে বরং তারা নিজেরাই একটি রাজনৈতিক দল খুলে মাঠে নেমে পড়তে পারে। খবর এক্সপ্রেস ট্রিবিউন।
সেনাবাহিনীর বিরুদ্ধে দেশের রাজনীতিতে নগ্ন হস্তক্ষেপের অভিযোগ করেছেন পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান। বলেছেন, তার বিরুদ্ধে সেনাবাহিনীর পক্ষ থেকে যেসব সমালোচনা করা হয়েছে, তার অধিকার তাদের নেই। ক্ষুব্ধ ইমরান বলেন, এর চেয়ে বরং তারা নিজেরাই একটি রাজনৈতিক দল খুলে মাঠে নেমে পড়তে পারে। খবর এক্সপ্রেস ট্রিবিউন।
সম্প্রতি হঠাৎ করেই গ্রেপ্তার এবং অভাবনীয়ভাবে মুক্তি লাভের পর সেনাবাহিনীর ওপর নিজের ক্ষোভ ঝাড়েন তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) চেয়ারম্যান ইমরান খান। তিনি বলেন, কে আপনাদের অধিকার দিয়েছে, এভাবে আমার বিরুদ্ধে এমন সব জঘন্য অভিযোগ করার? আপনারা বলছেন, আমি সেনাবাহিনীর যা ক্ষতি করেছি, তা আর কেউ করেনি। আপনারা আমাকে নিঃশেষ করে দেবেন, এমন বক্তব্যের জন্য আপনাদের লজ্জা হওয়া উচিত।
পাকিস্তান সেনাবাহিনীর আইএসপিআরের ডিজি আহমেদ শরিফ চৌধুরীর তীব্র সমালোচনা করে পিটিআই চেয়ারম্যান বলেন, শুনুন মিস্টার ডিজি! আমি যখন দেশকে প্রতিনিধিত্ব করছিলাম, দেশের হয়ে সুনাম অর্জন করছিলাম, সে সময় আপনার জন্মও হয়নি। এই ডিজি ইমরান খানকে ‘ভণ্ড রাজনীতিবিদ’ বলে অভিহিত করায় তিনি তার বিরুদ্ধে এমন মন্তব্য করেন।