Our Concern
Ruposhi Bangla
Hindusthan Surkhiyan
Radio Bangla FM
Third Eye Production
Anuswar Publication
Ruposhi Bangla Entertainment Limited
Shah Foundation
Street Children Foundation
December 22, 2024
হেডলাইন
Homeআন্তর্জাতিকসৌদি আরবে ঈদ আজ

সৌদি আরবে ঈদ আজ

সৌদি আরবে ঈদ আজ

সৌদি আরবে আজ পালিত হচ্ছে পবিত্র ঈদুল আজহা। বুধবার (২৮জুন) সৌদি আরবসহ মধ্যপ্রাচ্য, এশিয়ার বিভিন্ন দেশ এবং ইউরোপ-আফ্রিকা ও আমেরিকার বিভিন্ন দেশেও ঈদের উদযাপন ও কোরবানি চলছে।

মক্কার কাবা শরিফ, মদিনার মসজিদে নববীসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোর মসজিদে মসজিদে ঈদের জামাত অনুষ্ঠিত হবে। ঈদের জামাত শেষে মহান আল্লাহর সন্তুষ্টি লাভের আশায় পশু কেরাবানি করবেন মুসলমানরা।

মঙ্গলবার (২৭ জুন) সৌদি আরবে হজ পালিত হয়। সকাল থেকেই হাজিরা আরাফাতের ময়দানে উপস্থিত ছিলেন । হজের দিন হাজিরা আরাফার ময়দানে সূর্যাস্ত পর্যন্ত অবস্থান করেন। এরপর স্থানীয় সময় দুপুর সাড়ে ১২টায় (বাংলাদেশ সময় সাড়ে ৩টায়) মসজিদে নামিরা থেকে হজযাত্রীদের উদ্দেশে খুতবা দেয়া হয়। সূর্যাস্ত পর্যন্ত তারা আরাফাতের ময়দানে অবস্থান করে জিকির-আসকার ও ইবাদতে মশগুল ছিলেন। মঙ্গলবার রাতে তারা মুজদালিফায় অবস্থান করেন।

আজ ১০ জিলহজ ভোরের আলো ফুটতেই মিনার উদ্দেশ্যে যাত্রা করেন হাজিরা। সেখানে জামারায় প্রতীকী শয়তানকে লক্ষ্য করে পাথর ছুঁড়ছেন। এরপর মহান আল্লাহর সন্তুষ্টি লাভের আশায় মিনায় পশু কোরবানি দেবেন তারা।

এর আগে ১৮ জুন সৌদি আরবের আকাশে পবিত্র জিলহজ মাসের চাঁদ দেখা যায় বলে জানায় দেশটির চাঁদ দেখা কমিটি। চাঁদ দেখা সাপেক্ষে আজ দেশটিতে পবিত্র ঈদুল আজহা উদযাপিত হচ্ছে।

Share With:
Rate This Article
No Comments

Leave A Comment