স্কুলে ভর্তি সব সময় হবে লটারিতে
শিক্ষা মন্ত্রণালয়ের অধীন বিদ্যালয়গুলোতে প্রথম শ্রেণি থেকে নবম শ্রেণি পর্যন্ত ভর্তির কাজটি এ বছর ও আগামী শিক্ষাবর্ষের মতো ভবিষ্যতেও ধারাবাহিকভাবে চলবে। ভর্তির জন্য কোনো পরীক্ষা হবে না। অর্থাৎ সব সময়ই ভর্তির কাজটি হবে লটারির মাধ্যমে। বুধবার রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে এ ঘোষণা দেন শিক্ষামন্ত্রী দীপু মনি। সরকারি ও বেসরকারি সব বিদ্যালয়ের জন্যই এ সিদ্ধান্ত প্রযোজ্য হবে।
ভর্তিতে শিক্ষার্থীদের মধ্যে সমতা আনা, ভর্তির নামে কোচিং–বাণিজ্য, অনাকাঙ্ক্ষিত তদবির এবং বিভিন্ন রকমের অনৈতিকতা বন্ধ করতেই লটারির মাধ্যমে শিক্ষার্থী ভর্তির সিদ্ধান্ত হয় বলে জানান শিক্ষামন্ত্রী।
প্রতিবারই বছরের শেষ সময়ে এসে পরবর্তী বছরের ভর্তির প্রক্রিয়া চলে। ভর্তি শেষে জানুয়ারিতে ক্লাস শুরু হয়। আগে কেবল প্রথম শ্রেণিতে ভর্তির কাজটি হতো লটারির মাধ্যমে। কিন্তু করোনা ভাইরাসের সংক্রমণের কারণে বিদায়ী শিক্ষাবর্ষে বিদ্যালয়গুলোতে সব শ্রেণিতেই লটারির মাধ্যমে শিক্ষার্থী ভর্তি করা হয়। যা আগামী বছরও হচ্ছে। এখন ভবিষ্যতেও এর ধারাবাহিকতা থাকবে বলে জানালেন শিক্ষামন্ত্রী।
আজ বুধবার ৪০৫টি সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে ২০২২ সালের ভর্তির লটারি অনুষ্ঠিত হয়েছে। মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) অধীনে কেন্দ্রীয়ভাবে ডিজিটাল ব্যবস্থায় এই লটারির কাজটি করে দিচ্ছে সরকারি মোবাইল অপারেটর টেলিটক।
লটারির অনুষ্ঠানে জানানো হয় ৪০৫টি সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে ৮০ হাজার ১৭টি শূন্য আসনের ভর্তি করা হচ্ছে। এসব আসনের জন্য আবেদন জমা পড়েছিল ৫ লাখ ৩৮ হাজার ১৫৩টি। (http://gsa.teletalk.com.bd) ওয়েবসাইট থেকে লটারির ফল পাওয়া যাবে। এ ছাড়া নির্ধারিত পদ্ধতিতে মোবাইল ফোনেও খুদে বার্তা পাঠিয়ে ফল পাওয়া যাবে।
এদিকে ডিজিটাল এই ব্যবস্থায় ১৯ ডিসেম্বর অনুষ্ঠিত হবে বেসরকারি বিদ্যালয়গুলোর ভর্তির লটারি। বেসরকারি বিদ্যালয়গুলোতে সারা দেশে আসন প্রায় ৯ লাখ ৪০ হাজার ৮৭৬টি। এই লটারিতে অংশ নিচ্ছে ২ হাজার ৯০৭টি শিক্ষাপ্রতিষ্ঠান। এর বাইরে যেসব প্রতিষ্ঠান রয়েছে, সেগুলোতে লটারির মাধ্যমে শিক্ষার্থী ভর্তি করা হবে। সেসব লটারি অনুষ্ঠানেও শিক্ষা প্রশাসনের প্রতিনিধিরা উপস্থিত থাকবেন।
মাউশির মহাপরিচালক সৈয়দ গোলাম ফারুকের সভাপতিত্বে লটারি অনুষ্ঠানে আরও বক্তব্য দেন টেলিটকের ব্যবস্থাপনা পরিচালক মো. সাহাব উদ্দিনসহ আরও কয়েকজন কর্মকর্তা।