স্টেট অ্যাসেম্বলি মেম্বারের অফিসে শাহ্ ফাউন্ডেশনের স্বাস্থ্য সুরক্ষা উপকরণ প্রদান
মানবতার সেবায় প্রতিষ্ঠিত নিউ ইয়র্কভিত্তিক প্রতিষ্ঠান শাহ্ ফাউন্ডেশন গেল বছর করোনা মহামারি শুরুর সঙ্গে সঙ্গে বিভিন্ন স্বাস্থ্য সুরক্ষা উপকরণ নিয়ে করোনার বিরুদ্ধে যুদ্ধে শামিল হয়েছিল। প্রতিষ্ঠানটি ইতোমধ্যে যুক্তরাষ্ট্র, বাংলাদেশ, ভারতসহ বিশ্বের বিভিন্ন দেশে সহযোগিতা নিয়ে এগিয়ে গেছে।
শাহ্ ফাউন্ডেশন এবারে তাদের সহযোগিতা নিয়ে হাজির হয়েছে নিউ ইয়র্ক স্টেট অ্যাসেম্বলিতে।
নিউ ইয়র্কে জ্যাকসন হাইটস এলম্হার্স্টে স্টেট অ্যাসেম্বলি সদস্য জেসিকা গনজালেন রোজাসের অফিসে কম্বল, ফেস মাস্ক, হ্যান্ড স্যানিটাইজার প্রদান করেছে।
জেসিকা গনজালেন রোজাস একজন সক্রিয় কর্মী, রাজনীতিবিদ এবং একাডেমিক। তিনি বর্তমানে নিউ ইয়র্ক স্টেট অ্যাসেম্বলির ৩৪ ডিস্ট্রিক্টের ডেমোক্রেটিক সদস্য হিসাবে দায়িত্ব পালন করছেন। ২০২০ সালে নির্বাচিত নির্বাচিত মাইকেল ডেনডেকারকে পরাজিত করে জেসিকা নির্বাচিত হন।
শাহ্ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা প্রেসিডেন্ট শাহ্ জে. চৌধুরী জানিয়েছেন, নিউ ইয়র্কে এশিয়ান কমিউনিটির বাইরে ও আমেরিকান সরকারি কোনো প্রতিষ্ঠানের জন্যে এ ধরনের সহযোগিতা এটাই প্রথম। এবং এর সূচনাটি ঘটল শাহ্ ফাউন্ডেশনের হাত ধরেই।
শাহ্ ফাউন্ডেশনের পক্ষ থেকে স্টেট অ্যাসেম্বলি সদস্য জেসিকা গনজালেন রোজাসের অফিসে স্বাস্থ্য সুরক্ষা উপকরণ প্রদানে শাহ্ জে. চৌধুরীর সঙ্গে আরও ছিলেন এটিএন বাংলা ও এটিএন নিউজের যুক্তরাষ্ট্র প্রতিনিধি কানু দত্ত, সাপ্তাহিক সন্ধানের সম্পাদক সঞ্জীবন সরকার এবং বাংলা চ্যানেলের বিশেষ প্রতিনিধি মোহাম্মদ হোসেন দিপু।
শাহ্ জে. চৌধুরী রূপসী বাংলাকে জানান, মানুষকে সহযোগিতা করবার উদ্দেশ্য নিয়েই প্রতিষ্ঠিত হয়েছিল শাহ্ ফাউন্ডেশন। সেই জায়গা থেকে তাঁরা কখনো সরে আসেন নি। তিনি এই প্রক্রিয়া চলমান রাখবার প্রত্যয় জানিয়েছেন।❐