হ্যারি-মেগান ইস্যুতে ব্রিটিশ রাজপরিবারের জরুরি বৈঠক
সিবিএস নিউজে স্থানীয় সময় রোববার (৭ মার্চ) ব্রিটিশ রাজপুত্র প্রিন্স হ্যারি ও মেগান মের্কেলের সাক্ষাতকার নিয়ে ব্যাপক তোলপাড় চলছে যুক্তরাজ্যে।
হলিউডের নন্দিত উপস্থাপিকা অপরাহ উইনফ্রেকে দেওয়া সাক্ষাতকারের বর্ণবাদ, মানসিক স্বাস্থ্য, সংবাদমাধ্যমের ভূমিকা ছাড়াও রাজপরিবারের অন্যান্য সদস্য আর বাকিংহাম প্যালেসে তাদের অভিজ্ঞতার কথা আলচনা করেন এই দম্পতি।
এসময় মেগান জানান, এক পর্যায়ে রাজপরিবারে তার জীবন অসহনীয় হয়ে উঠছিল। তাঁর অনাগত সন্তানের গায়ের রঙ ‘কালো হবে কি না’ তাই নিয়েও রাজপরিবারের এক সদস্য মন্তব্য করেছিলেন বলে উল্লেখ করেন তিনি। যদিও প্রিন্স হ্যারি জানান, ব্রিটিশ রাজা ও রানি এই মন্তব্য করেননি। তবে এই সাক্ষাতকার নানা আলোচনা সমালোচনার সৃষ্টি করেছে দেশটিতে।
বিবিসি জানায়, সাম্প্রতিক এসব ঘটনার প্রেক্ষিতে মঙ্গলবার (৯ মার্চ) জরুরি বৈঠক ডেকেছে ব্রিটিশ রাজপরিবারের সদস্যরা। তবে এ বিষয়ে কোনো আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি বাকিংহাম প্যালেস ও যুক্তরাজ্য সরকার।❐